ঢাকার আশপাশ ও নদীর ঠগি

ঊনবিংশ শতকের প্রথমার্ধে ঢাকা এবং এর আশপাশে ঠগিদের উৎপাত চরমে উঠেছিল। এরা বিভিন্ন ছলছুতোয় নিরীহ বণিকদের পণ্যবাহী নৌকা ছিনতাই করে লুটপাট চালানোর পাশাপাশি নির্মমভাবে তাদের হত্যা করে নদীতে ভাসিয়ে দিত।