স্বাস্থ্যখাতের সম্মুখযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে গার্ডিয়ান লাইফের মিউজিক ভিডিও

গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, পিন্টু ঘোষ, সুকন্যা মজুমদার ঘোষ এবং রোকন ইমন। গানটির কথা লিখেছেন আলামিন মোহাম্মদ, সুর করেছেন পিন্টু ঘোষ, গীটার বাজিয়েছেন শুভ এবং মিক্স মাষ্টার করেছেন রোকন ইমন।