মেসির গোলে জয়ের রাতে পিএসজির চিন্তার কারণ এমবাপ্পের চোট

ম্যাচের শুরুতে এমবাপ্পে পেনাল্টি মিস তো করেছেনই, সঙ্গে চোট নিয়ে মাঠও ছেড়ে গেছেন। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের কিছুদিন আগেই এমবাপ্পের চোট দলটির জন্য এখন অস্বস্তির কারণ...