‘চাচা বলতেন টাকা নয়, ফুটবলের পেছনে দৌড়াও’

কীভাবে কী হলো, জানাতে গিয়ে গলা ধরে আসছিল কায়সার আহমেদ রাজিবের। বারবার কথা থামিয়ে দিচ্ছিলেন দীর্ঘ ১৫ বছর পেশাদার ফুটবল খেলা রাজিব।