নিউমার্কেট সংঘর্ষে উসকানির অভিযোগে ক্যাপিটাল ফাস্টফুডের কর্মী গ্রেপ্তার: ডিএমপি
ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেট ব্যবসায়ী হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনার সূত্রপাতকারী অভিযোগে ক্যাপিটাল ফাষ্টফুডের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।
মঙ্গলবার (১০ মে) রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম।
গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "হাজারীবাগে অভিযান চালিয়ে মো. কাওসার ও মো. বাবু হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।"
ডিসি জানান, গত ১৮ এপ্রিল রাতে নিউমার্কেটের ওয়েলকাম ফাষ্টফুডের কর্মচারী বাপ্পির সঙ্গে ক্যাপিটাল ফাস্টফুডের কাওসার ও বাবুর ফুটপাতে ইফতার সামগ্রীর টেবিল পাতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়।
এরপর, বাপ্পি ঢাকা কলেজের কয়েকজন ছাত্রকে ডেকে এনে ক্যাপিটাল ফাষ্টফুডের কর্মচারীদের মারধর করলে পরবর্তীতে এটি ঢাকা কলেজ ও নিউমার্কেট দোকানদারদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল থেকে দফায় দফায় আবারও সংঘর্ষ চলে। এতে ডেলিভারিম্যান নাহিদ হাসান ও দোকানদার মো. মোরসালিন নিহত হন। আহত হন কমপক্ষে ৫০ জন।
এ ঘটনায় দুটি হত্যা মামলাসহ এ পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে। একটি মামলায় স্থানীয় বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।