নিউমার্কেট সংঘর্ষের ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শরীয়তপুর ও কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান।
তাদের মধ্যে একজনকে ১৯ এপ্রিল সংঘর্ষের সময় দুইজনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এবং সংঘর্ষ শুরু করার অভিযোগে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
১৮ এপ্রিল রাতে, ঢাকা কলেজের ছাত্র এবং নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে মারাত্মক সংঘর্ষ শুরু হয়, যা পরের দিন পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে নাহিদ এবং দোকানদার মোরসালিন মারা যান; আহত হন কমপক্ষে ৫০ জন।
এ ঘটনায় দুটি হত্যা মামলাসহ এ পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে।
২২ এপ্রিল মামলার অন্যতম প্রধান আসামি ঢাকা নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
১৯ এপ্রিল নিউমার্কেট সংঘর্ষের সময় ডেলিভারি ম্যান নাহিদ মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় ২৮ এপ্রিল পুলিশ ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে।
ঢাকার একটি আদালত প্রত্যেক শিক্ষার্থীকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।
শিক্ষার্থীরা হলেন মোঃ আব্দুল কাইয়ুম (২৪), ৪র্থ বর্ষ; পলাশ মিয়া (২৪), ফাইনাল ইয়ার; মাহমুদ ইরফান (২৪), ৪র্থ বর্ষ; জুনায়েদ বুগদাদি (১৯), প্রথম বর্ষ ও ফয়সাল ইসলাম (২৪)।