ফেসবুক ও ইউটিউব থেকে আল জাজিরার প্রতিবেদন সরানোর নির্দেশ দিলেন হাইকোর্ট
আল জাজিরার বিতর্কিত ভিডিও প্রতিবেদন 'অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান' ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে ফেলতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
ইতোপূর্বে, গত ৮ ফেব্রুয়ারি আল জাজিরার আলোচিত ওই প্রতিবেদন বাংলাদেশে ফেসবুক, টুইটার এবং ইউটিউব-সহ সকল অনলাইন মাধ্যম থেকে সরিয়ে নিতে একটি রিট পিটিশন দায়ের করা হয়।
তখন, বাংলাদেশে আল জাজিরা নিউজ চ্যানেল নিষিদ্ধের বিষয়টি নিয়ে পর্যালোচনা জানাতে ছয় আইন বিশেষজ্ঞকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন আদালত। তাদের প্রতি অনলাইন মাধ্যম থেকে বিতর্কিত ভিডিও সরিয়ে নেওয়ার বিষয়েও সুপারিশ করার দায়িত্ব দেন আদালত।
কাতার ভিত্তিক আল জাজিরা একটি আন্তর্জাতিক গণমাধ্যম, গত ১ ফেব্রুয়ারি তারা বাংলাদেশের পদস্থ কিছু সামরিক কর্মকর্তাকে নিয়ে তাদের ভিডিও প্রতিবেদনটি প্রকাশ করে।
প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টা পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে এটি উগ্রপন্থী গোষ্ঠী জামায়াতে ইসলামী'র কুখ্যাত কিছু ব্যক্তির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত 'অপ-প্রচারের উদ্যোগ' বলে জানানো হয়।
এরপর, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রতিবেদনটি ভিত্তিহীন, সন্ত্রাসী পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে পরিচালিত এক গভীর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন।
গত সোমবার সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে আল জাজিরার প্রতিবেদনটি বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যে ও বানোয়াট প্রচারণা বলে প্রত্যাখ্যান করেছে।