সুদান থেকে দেশে ফিরলেন আরও ২৩৯ জন
শুক্রবার (১২ মে) সকালে যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে জেদ্দা হয়ে ঢাকায় ফিরেছেন ২৩৯ জন বাংলাদেশি।
বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তারা সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা বিমানবন্দরে পৌঁছান বলে আইওএমের একটি সূত্র জানিয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, আইওএমের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক সারাহ লু ইসমাইল আরিওলা এবং আইওএম বাংলাদেশের মিশন প্রধান আবদুসাত্তর এসয়েভ বিমানবন্দরে তাদের গ্রহণ করেন।
এর আগে বৃহস্পতিবার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সুদান থেকে ৫১ জন বাংলাদেশি জেদ্দা বিমানবন্দর হয়ে দেশে ফেরেন।
তারও আগে গত ৮ মে সুদান থেকে প্রত্যাগত ১৩৬ জন বাংলাদেশি দেশে ফেরেন।
বাংলাদেশ দূতাবাস ও সৌদি কর্তৃপক্ষের সহায়তায় সুদানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা জেদ্দায় অস্থায়ীভাবে আশ্রয় গ্রহণ করেন।
গত ২ মে সুদানে বাংলাদেশ দূতাবাস দেশটির রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে ৭০০ জনেরও বেশি বাংলাদেশিকে সরিয়ে নিয়েছিল। দুই দফায় ১৩টি বাসে করে তাদের সেখানে নিয়ে যাওয়া হয়।
গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীগুলোর মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হওয়ার পর থেকে হাজারো প্রবাসী সুদান ছাড়ার চেষ্টা করছেন।
সংঘাতে এ পর্যন্ত কয়েকশো মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হওয়ার পাশাপাশি লাখখানেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে দেশটির রাজধানী খার্তুমের আবাসিক এলাকা।
বিশ্বের বিভিন্ন দেশ সুদান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে নৌযান আর বিমানের ফ্লাইট পরিচালনা করছে।