‘কুজনা ও তোচকা’ নাম নিয়ে রাশিয়ায় নতুন ম্যাকডোনাল্ড’স!
নতুন মালিকানা ও নাম নিয়ে রাশিয়ায় যেন নতুনভাবে কার্যক্রম শুরু করলো বিশ্বখ্যাত ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ড'স। তবে 'কুজনা অ্যান্ড তোচকা' নামের নতুন রেস্টুরেন্টটি আসলে ম্যাকডোনাল্ডসের রাশিয়ান সংস্করণ।
এর মধ্য দিয়ে তিন দশক পর স্থায়ীভাবে রাশিয়া ছাড়লো ম্যাকডোনাল্ড'স।
গত মাসেই ম্যাকডোনাল্ড'স জানিয়েছিল, তারা রাশিয়ায় নিজেদের রেস্টুরেন্টগুলো আলেক্সান্ডার গভর নামের সেখানকারই স্থানীয় এক লাইসেন্সধারীর কাছে বিক্রি করে দিচ্ছে। ফেব্রুয়ারির ২৪ তারিখে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে এটি একটি অন্যতম হাই-প্রোফাইল ব্যবসায়িক চুক্তি।
প্রাথমিকভাবে রোববার ১৫টি রেস্টুরেন্ট খুলবে তারা। আগামীকাল সোমবার আরও ৫০টি রেস্টুরেন্ট চালু হবে বলে জানিয়েছে কুজনা অ্যান্ড তোচকা।
এদিকে রোববার ম্যাকডোনাল্ড'স এর নতুন যাত্রাকে এক নতুন ভোর হিসেবেই দেখছেন রাশিয়ার ফাস্টফুডপ্রেমীরা। রেস্টুরেন্টের নতুন নামকরণ ও মালিকানার পাশাপাশি তাদের বার্গারের নামেও আসছে পরিবর্তন। দীর্ঘ তিন দশক যাবত 'ম্যাকডোনাল্ড'স' নামে পরিচিত হওয়ার পর হঠাৎ এই উদ্যোগ জনসাধারণের মনেও উত্তেজনার জন্ম দিয়েছে।
চুক্তি হওয়ার পর থেকেই মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বিভিন্ন স্থানে ম্যাকডোনাল্ড'সের চিরপরিচিত সোনালি লোগো সরিয়ে ফেলতে দেখা গেছে। এর পরিবর্তে সেখানে সবুজ পটভূমিতে দুটি ফ্রাই ও একটি বার্গার প্যাটির প্রতীক হিসেবে লোগো থাকবে বলে খবর রয়টার্সের।
সূত্র: রয়টার্স