এলএনজি কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হলেন পিটার হাস
যুক্তরাষ্ট্রভিত্তিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কোম্পানি এক্সিলারেট এনার্জি গতকাল মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসকে কোম্পানির কৌশলগত উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে।
এক্সিলারেট এনার্জি একটি বিবৃতিতে জানিয়েছে, হাস ৩৩ বছর সরকারি সেবার পর ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র পরিষেবা থেকে অবসর গ্রহণ করেছেন এবং তিনি সর্বশেষ বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অক্টোবরে এক্সিলারেটের ওয়াশিংটন ডিসি অফিসে যোগ দেবেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক ও ব্যবসায়িক বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি, ভারতের মুম্বাইয়ে কনসাল জেনারেল এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) স্থায়ী প্রতিনিধি দলের উপপ্রধান হিসেবে কাজ করেছেন হাস।
এক্সিলারেটের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস বলেন, "আমি পিটার হাসকে এক্সিলারেট টিমে স্বাগত জানাতে পেরে আনন্দিত। স্টেট ডিপার্টমেন্টে তার ক্যারিয়ারের সময়, তিনি যুক্তরাষ্ট্রের ব্যবসা ও বাণিজ্যিক স্বার্থের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।"
তিনি আরও বলেন, "পিটার ভূ-রাজনীতি ও বাজারের সংযোগগুলো বোঝেন এবং আমি আত্মবিশ্বাসী যে তার নেতৃত্ব ও অভিজ্ঞতা আমাদের বৈশ্বিক দলকে আরও শক্তিশালী করবে এবং সারা বিশ্বের আমাদের গ্রাহকদের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।"
পিটার হাস এ বিষয়ে বলেন, "আমি এক্সিলারেট এনার্জির সাথে যোগ দিতে উদগ্রীব হয়ে আছি। এরা তাদের এলএনজি বিষয় সমাধানের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিশ্বের মানুষের জীবনমান উন্নয়নে সাহায্য করছে। এটি এমন একটি কোম্পানি যারা উৎকর্ষ, সততা এবং শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে কাজ করে থাকে।"