ইউক্রেনকে দেওয়া মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির এফ-১৬ যুদ্ধবিমান দিয়েছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে একটি এফ-১৬ রুশ আক্রমণে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কিয়েভের মিলিটারি।
চলতি মাসে যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমানটি সরবরাহের পর এই প্রথম এমন ক্ষতির শিকার হলো ইউক্রেন।
সোমবার (২৬ আগস্ট) রুশ টার্গেট লক্ষ্য করে এগিয়ে যাওয়ার সময় আক্রমণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এতে এফ-১৬ যুদ্ধবিমানটির পাইলট ওলেক্সি মেস মারা গেছেন।
ইউক্রেনের মিলিটারি অবশ্য দাবি করেছে, সরাসরি শত্রুর মিসাইল আক্রমণের কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়নি।
তারা বলেছে, এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় বিমান আক্রমণে তিনটি ক্রুজ মিসাইল ও একটি ড্রোন ধ্বংস করেছেন এফ-১৬ যুদ্ধবিমানটির পাইলট।
সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া বিবৃতিতে ইউক্রেনীয় বিমানবাহিনী লিখেছে, 'ওলেক্সি ইউক্রেনীয়দের ভয়াবহ রুশ মিসাইল থেকে রক্ষা করেছেন। দুর্ভাগ্যজনকভাবে, নিজের জীবনের বিনিময়ে।'
ইউক্রেন বলেছে, রাশিয়া ইউক্রেনের জ্বালানি খাতকে লক্ষ্য করে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল।
একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সের কাছে দাবি করেছেন, এফ-১৬ বিধ্বস্ত হওয়ার কারণ সম্ভবত রুশ আক্রমণ নয়, কারিগরি ত্রুটি হতে পারে।
চলতি মাসেই প্রথম এফ-১৬ পেয়েছে ইউক্রেন। তারপর মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, রুশ ড্রোন ও মিসাইল প্রতিহত করতে এফ-১৬ ব্যবহার করা হচ্ছে।
গত ৪ আগস্ট জেলেনস্কি বলেছিলেন, এফ-১৬ চালানোর মতো প্রশিক্ষণপ্রাপ্ত পর্যাপ্ত পাইলট তাদের নেই।