মালাউয়ির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমান নিখোঁজ, উদ্ধার অভিযানের নির্দেশ
দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মালাউয়ির উপ-রাষ্ট্রপতি সাওলোস চিলমাকে বহনকারী বিমান নিরুদ্দেশ হয়েছে। ওই ফ্লাইটে তিনি ছাড়াও আরো নয়জন ছিলেন বলে দেশটির প্রেসিডেন্টের দপ্তর তাৎক্ষনিক এক বিবৃতিতে জানিয়েছে। খবর বিবিসির
সোমবার মালাউয়ির রাজধানী লিয়ংওয়ে থেকে দেশটির সামরিক বাহিনীর ওই বিমানটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরেই সেটি রাডার স্ক্রিন থেকে হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এভিয়েশন কর্মকর্তারা বিমানটির সাথে এরপর যোগাযোগ স্থাপনের চেষ্টা করেও ব্যর্থ হন। এই ঘটনার প্রেক্ষিতে একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকওয়েরা।
ভাইস প্রেসিডেন্টকে বহনকারী দেশটির উত্তর অংশে যাচ্ছিল। সেখানকার মুজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে এটির অবতরণ করার কথা ছিল।
তবে ভাইস প্রেসিডেন্টের নিখোঁজ সংবাদ জানার পরে তাঁর নির্ধারিত বাহামা সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট চাকওয়েরা।