পাকিস্তানে তীব্র তাপদাহ, তাপমাত্রা ৫২ ডিগ্রি ছাড়ালো
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে তীব্র তাপদাহের মধ্যেই তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে যা এ গ্রীষ্মে এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার (২৭ মে) পাকিস্তানের আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
সম্ভাব্য মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এশিয়ার বিভিন্ন অঞ্চলেই তীব্র তাপদাহ চলছে। ভারত ও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গত এপ্রিল মাস থেকে তীব্র গরমে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে।
পাকিস্তানে অবস্থিত সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান মহেঞ্জো দারোতে তাপমাত্রা সোমবার ৫২.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা এ গ্রীষ্মে দেশটিতে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। উষ্ণ আবহাওয়ার জন্য পরিচিত শহরটিতে তাপ থেকে বাঁচতে মানুষ এখন বাধ্য হয়ে ঘরে অবস্থান করছে।
মহেঞ্জো দারো শহরের একটি চা দোকানের মালিক ওয়াজিদ আলি জানিয়েছেন, তীব্র গরমে ক্রেতা শূন্য হয়ে পড়েছে তার চায়ের দোকান। ওয়াজিদ আলির মত স্থানীয় আরো ব্যবসায়ী তীব্র গরম তাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলেছে বলে নিশ্চিত করেছেন। স্থানীয় ডাক্তার মুশতাক আহমেদ জানিয়েছেন, স্থানীয়রা চরম আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছে এবং বাড়ির ভিতরে বা পানির কাছাকাছি থাকতে পছন্দ করে।
গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক সমন্বয়কারী রুবিনা খুরশীদ আলম বলেছিলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে পাকিস্তান পঞ্চম অবস্থানে রয়েছে।
তিনি আরো বলেন, দেশটিতে স্বাভাবিকের থেকেও বেশি বৃষ্টিপাত এবং বন্যা হচ্ছে। তাপদাহের কারণে দেশটির সরকার সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন।
পাকিস্তানে সর্বোচ্চ তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল ২০১৭ সালে বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে অবস্থিত তুরবাত শহরে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের প্রধান আবহাওয়াবিদ সর্দার সরফরাজ বলেছেন, এটি এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রা ছিল।
মহেঞ্জো দারো এবং আশেপাশের এলাকায় তাপপ্রবাহ কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও তবে রাজধানী করাচি (পাকিস্তানের বৃহত্তম শহর) সহ সিন্ধুর অন্যান্য অঞ্চলে আরেকটি তাপদাহের সম্ভাবনা রয়েছে।