প্রথম জেনেটিক্যালি মডিফাইড শূকরের কিডনি প্রতিস্থাপন করা ব্যক্তির মৃত্যু
শূকরের কিডনি নিয়ে ইতিহাস গড়া ব্যক্তি রিচার্ড স্লেম্যান মারা গেছেন। দুই মাস আগে দীর্ঘ চার ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা তার দেহে জিনগতভাবে পরিবর্তিত (জেনেটিক্যালি মডিফাইড) শূকরের কিডনি প্রতিস্থাপন করেছিলেন।
স্লেম্যানের স্বজন ও অস্ত্রোপচারের সঙ্গে জড়িত চিকিৎসকরা গতকাল শনিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অস্ত্রোপচারের সঙ্গে জড়িত চিকিৎসক দলটি জানায়, স্লেম্যানের মৃত্যুর খবরে তারা শোকাহত। তারা বলেছেন, প্রতিস্থাপনের কারণে তিনি মারা গেছেন এমন কোনও ইঙ্গিত তাদের কাছে নেই।
প্রথম জীবিত ব্যক্তি হিসেবে ম্যাসাচুসেটসের এই বাসিন্দার দেহে সফলভাবে জেনেটিক্যালি মডিফাইড শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়।
এর আগেও একাধিকবার মানুষের শরীরে জিনগত পরিবর্তন ঘটানো শূকরের অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছিল। প্রথমটি ২০২২ সালের জানুয়ারিতে এবং দ্বিতীয়টি ২০২৩ সালের সেপ্টেম্বরে। তবে উভয় রোগীই দুই মাসেরও কম সময়ের মধ্যে মারা যান।
এক বিবৃতিতে স্লেম্যানের পরিবার চিকিৎসকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেছেন, তাদের অসামান্য প্রচেষ্টার কারণেই আমরা আরও সাত সপ্তাহ স্লেম্যানকে আমাদের সঙ্গে পেয়েছিলাম।
তারা এও বলেন, স্লেম্যানের এই অস্ত্রোপচার বেঁচে থাকার জন্য যাদের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন করা জরুরি, সেসব মানুষের আশা জোগাবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রজুড়ে এক লাখেরও বেশি রোগী প্রতিস্থাপন সংক্রান্ত অস্ত্রোপচারের অপেক্ষায় রয়েছেন। এছাড়াও অস্ত্রোপচারের সুযোগ আসার আগেই দেশটিতে প্রতিবছর হাজারো মানুষ মারা যাচ্ছে।
অনুবাদ: রেদওয়ানুল হক