ভারতে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনের কিছু ছবি
১ জুন শেষ হতে যাওয়া ভারতের সাধারণ নির্বাচনের প্রথম দিনে কয়েক লাখ ভারতীয় ভোট দিয়েছে।
পার্লামেন্টের নিম্নকক্ষের ৫৪৩ আসনের জন্য সাত ধাপের নির্বাচনে প্রায় একশ কোটি মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার প্রত্যাশা করছেন।
কংগ্রেস সহ বেশ কয়েকটি প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য অনেক রাজ্যে জোট গঠন করেছে। ৪ জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনকে ঘিরে ভারতীয়দের মূল উদ্যোগের জায়গাগুলোর মধ্যে রয়েছে চাকরির সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভিন্নমতের মানুষ ও বিরোধীদের দমন এবং ধর্মের রাজনীতি।
শুক্রবার (১৯ এপ্রিল) ২১টি রাজ্যের ১৬০ মিলিয়নেরও বেশি ভোটার ১০২টি আসনে এক হাজার ছয়শর বেশি প্রার্থীকে ভোট দেওয়ার মাধ্যমে প্রথম ধাপের নির্বাচন সমাপ্ত হয়েছে। ৩৯টি আসন নিয়ে দক্ষিণ ভারতের তামিলনাড়ু ছিল দিনের প্রধান যুদ্ধক্ষেত্রের একটি যেখানে মোদি ও বিজেপি দীর্ঘ সময় থেকেই জয়লাভের চেষ্টা করে আসছে।
পরবর্তী ধাপের ভোট হবে ২৬ এপ্রিল।
নির্বাচনের কিছু ছবি
রাজস্থানের একটি পোলিং স্টেশনে নারী ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। দেশটিতে এবার মোট নারী ভোটারের সংখ্যা প্রায় ৪৭০ মিলিয়নের বেশি।
পশ্চিমবঙ্গে ভোট দেওয়ার আগে একজন মহিলার আঙুলে কালি দেওয়া হচ্ছে। সেখানে তিনটি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে।
তীব্র গরমে ছত্তিশগড়ের একটি পোলিং স্টেশনের বাইরে ছায়ায় অপেক্ষা করছেন ভোটাররা।
উত্তর প্রদেশে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা। রাজনৈতিকভাবে উত্তর প্রদেশ ভারতের গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর একটি। প্রায় ২০০ মিলিয়ন মানুষের বসবাস রাজ্যটিতে।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে ভোট দিচ্ছেন এক ব্যক্তি।
পশ্চিমবঙ্গের একটি ভোট কেন্দ্রের বাইরে সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন নিরাপত্তা কর্মী।
জম্মু এবং কাশ্মিরের পোলিং স্টেশনের বাইরে অপেক্ষা করছেন এক ব্যক্তি।
তামিল নাড়ুর একটি পোলিং স্টেশনের বাইরে প্রার্থীদের তালিকা ঝোলানো হয়েছে।
পশ্চিমবঙ্গে ভোট দিতে এসেছেন একজন বৃদ্ধা।
উত্তরখণ্ডে ভোট দিতে এসেছেন নব-বিবাহিত এক দম্পতি।
ছত্তিশগড়ে ভোটারদের মাঝে সতর্কতা বাড়ানোর জন্য তৈরি করা একটি ম্যুরালে বসে আছেন একজন ভোটার।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়