বাইডেনের পুতিনকে ‘উন্মাদ এসওবি’ ডাকার প্রতিক্রিয়ায় যা বলল ক্রেমলিন
রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের 'ক্রেজি সান অভ আ বিচ (এসওবি)' বলে গালি দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিন বলেছে, ভেবেচিন্তে না বলা ওই মন্তব্যের মাধ্যমে বাইডেন নিজেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ছোট করেছেন।
রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেন, 'অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্টের এমন শব্দের ব্যবহারে প্রেসিডেন্ট পুতিনের কোনো ক্ষতি হয়নি, কিন্তু এমন ভাষা ব্যবহারকারীর জন্যই বিষয়টি লজ্জাজনক হতে পারে।'
'হয়তো হলিউডের কাউবয়ের মতো সাজার ইচ্ছে হয়েছিল, কিন্তু সত্যি বলতে কী, এমনটা হতে পারবে বলে আমার মনে হয় না,' পেসকভ আরও বলেন।
আরও পড়ুন: পুতিনকে 'উন্মাদ এসওবি' বলে গালি দিলেন বাইডেন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে এক তহবিল সংগ্রহের অনুষ্ঠানে গতকাল বুধবার পুতিনকে 'উন্মাদ সান অভ আ বিচ' বলে গালি দেন বাইডেন।
সেখানে তিনি বলেন, জলবায়ু সংকট একটি বড় হুমকি, কিন্তু ভূরাজনৈতিক ঝুঁকিকেও ছাড় দেওয়ার উপায় নেই।
'(মানুষের) অস্তিত্বের জন্য এটা সর্বশেষ হুমকি – জলবায়ু। কিন্তু আমাদের আবার পুতিন লোকটা এবং আরও কিছু উন্মাদ এসওবি রয়েছে, যাদের জন্য আমাদেরকে সবসময় পারমাণবিক যুদ্ধ নিয়ে ভয়ে থাকতে হয়। কিন্তু মানবতার অস্তিত্বের হুমকি হচ্ছে জলবায়ু,' বাইডেন বলেন।
আরও পড়ুন: রাশিয়া বনাম পশ্চিমা বিশ্ব: পুতিন কি বিজয়ের পথে?
পেসকভ বলেছেন, রাশিয়া ও পুতিন কখনোই বাইডেনকে নিয়ে খারাপ ভাষা ব্যবহার করেনি।
উল্লেখ্য, এর আগেও বাইডেন এরকম গালি দিয়েছেন। ২০২২ সালের জানুয়ারিতে ফক্স নিউজ-এর হোয়াইট হাউসবিষয়ক সাংবাদিককে তিনি 'সান অভ আ বিচ' বলেছিলেন। মাইক্রোফোনে তার দেওয়া ওই গালি শোনা গিয়েছিল।