ফিলিস্তিনিদের সমর্থনে সমাবেশে ইসরায়েলকে ‘দখলদার’ বললেন এরদোয়ান
ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী বিশাল এক সমাবেশে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজাযুদ্ধে ইসরায়েল একটি দখলদার। এছাড়া হামাসকে তিনি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা না করার কথাও পুনর্ব্যক্ত করেন।
'আমি আবারও বলছি, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়। এতে ইসরায়েল খুবই ক্ষুণ্ণ হয়েছিল… ইসরায়েল একটি দখলদার…' শনিবার সমাবেশে কয়েক লাখ মানুষের উদ্দেশ্যে বলেন এরদোয়ান।
গাজা উপত্যকায় ইসরায়েলের নিয়মিত বোমাবর্ষণের প্রতিবাদ এবং যুদ্ধবিরতির আহ্বান করতে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টি ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে উপস্থিত মানুষেরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন এবং তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা ওড়ান।
ইসরায়েল গাজায় এর স্থলাভিযানের পরিধি 'বাড়িয়েছে'। এছাড়া গাজায় প্রায় সবধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে দেশটি।
সমাবেশে তুরস্কের অন্য রাজনৈতিক দলগুলোর নেতারাও উপস্থিত ছিলেন। এছাড়া দেশটির গণমাধ্যম ও ক্রীড়াজগতের উচ্চপর্যায়ের ব্যক্তিদেরও সমাবেশে দেখা যায়।
এরদোয়ান সমবেত জনতাকে আরও বলেন, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর 'গণহত্যা'র পেছনে 'মূল অপরাধী' পশ্চিমা শক্তিগুলো।
'গাজায় চলমান গণহত্যার পেছনে মূল অপরাধী পাশ্চাত্য,' বলেন তিনি।