জ্বালানি শেষ উত্তর গাজার বৃহত্তম হাসপাতালে, অনিশ্চয়তায় আহতদের চিকিৎসা

উত্তর গাজার বৃহত্তম হাসপাতাল ইন্দোনেশিয়ান হসপিটালের জ্বালানি ফুরিয়ে গেছে। অনিশ্চয়তার মধ্যে পড়েছে আহতদের চিকিৎসা।
এদিকে ক্রমশ বাড়তে থাকা নিহত ও আহতের সংখ্যায় হাসপাতালের কর্মীরাও শঙ্কিত হয়ে পড়েছেন।
এদিকে, গতকাল (২৩ অক্টোবর) উত্তর গাজার আল-শিফা হাসপাতাল 'সত্যিকারের বিপর্যয়ের' দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে জানান হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়া।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আবু সালমিয়া জানান, গাজায় ইসরায়েলের 'সম্পূর্ণ অবরোধের' মধ্যে হাসপাতালটি জাতিসংঘের কাছ থেকে এখনও কোনো সহায়তা পায়নি।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুরো গাজা উপত্যকায় আল-শিফা হাসপাতালেই সবচেয়ে বেশি সংখ্যক আহতরা চিকিৎসা নিচ্ছেন। হামাস-ইসরায়েল সংঘর্ষ শুরু হওয়ার পর এই হাসপাতালের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় ইসরায়েলি বাহিনী। এরপর থেকে জেনারেটরের ব্যবহার করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে হাসপাতালটি।
তবে সম্প্রতি জেনারেটরের জ্বালানিও ফুরিয়ে আসছে। গতকাল হাসপাতালের পরিচালক জানান, নতুন সরবরাহ নিশ্চিত করা না গেলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জ্বালানি শেষ হয়ে যাবে।