গাজায় ‘প্রক্সি যুদ্ধ’ শুরু করেছে যুক্তরাষ্ট্র: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআব্দুল্লাহিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনে যুদ্ধ শুরু করেছে। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর বোমাবর্ষণ অব্যাহত রাখলে এর ফল খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'গাজায় আমরা যা দেখছি, সেটি ভুয়া ইসরায়েলি শাসকদের শুরু করা প্রক্সি যুদ্ধ, যারা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে।' এ যুদ্ধ নিপীড়িত ফিলিস্তিনি জাতি ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বলেও মন্তব্য করেন তিনি।
আমিরআব্দুল্লাহিয়ান বলেন, যুদ্ধের মধ্যে বাইডেনে ইসরায়েল সফর এবং হাসপাতাল, মসজিদ, গির্জা ও বেসামরিক নাগরিকদের ওপর বোমাবর্ষণে ইসরায়েলকে সহায়তা দেওয়ার ব্যাপারটা অত্যন্ত 'তিক্ত ও দুর্ভাগ্যজনক'।
তিনি বলনে, 'তেল আবিবে উপস্থিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন, ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে, তাতে সহায়তা করার জন্য তিনি শত শত অস্ত্রবোঝাই বিমান, জাহাজ আর ট্রাক পাঠাবেন।'
ইরানের এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, মিসর-নিয়ন্ত্রিত রাফা ক্রসিং দিয়ে মাত্র ২০ ট্রাক ত্রাণসহায়তা ঢুকতে দেওয়ার ব্যাপারটি 'লজ্জাজনক'।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি গাজায় 'গণহত্যা' বন্ধ করতে রাজি না হয়, তাহলে 'এ অঞ্চল নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে' বলে হুঁশিয়ারি দেন তিনি।