গুরুতর ট্রমার লক্ষণ তৈরি হচ্ছে গাজার শিশুদের মধ্যে: মনোবিদ
ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে গাজার শিশুদের মধ্যে আগের চেয়েও বেশি ট্রমার লক্ষণ দেখা যাচ্ছে বলে শিশুদের পিতামাতা ও মনোবিদরা জানিয়েছেন।
'শিশুদের … মধ্যে মারাত্মক ট্রমা-লক্ষণ তৈরি হচ্ছে। এসব লক্ষণের মধ্যে রয়েছে খিঁচুনি, বিছানায় প্রস্রাব করা, ভয়, আগ্রাসি আচরণ, নার্ভাসবোধ, এবং মা-বাবার পাশ ছেড়ে না যাওয়া,' রয়টার্সকে বলেন গাজা'র মনোরোগ বিশেষজ্ঞ ফাদেল আবু হিন।
'আমার বাচ্চাদের রাতে অনেক কষ্ট হয়। তারা সারারাত কাঁদে, প্রস্রাব করে দেয়। ওদেরকে একের পর এক পরিষ্কার করার সময়ও নেই আমার কাছে,' জাতিসংঘের একটি বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ছয় সন্তানের মা তাহরিয়ার তাবাস বলেন।
বিদ্যালয় থেকে জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে পরিণত হলেও একাধিক ইসরায়েলি হামলা থেকে রক্ষা পায়নি এ বিদ্যালয়গুলো। তাবাস বলেন, তার সন্তানেরা একটি চেয়ার সরানোর আওয়াজেও ভয়ে কেঁপে ওঠে।
'কোনো নিরাপদ পরিবেশ না থাকায় সবার জন্য একটি সাধারণ ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আর এতে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে,' বলেন আবু হিন।
'অনেক শিশুই সরাসরি প্রতিক্রিয়া ও ভয় প্রকাশ করছে। কিন্তু যেসব শিশু এসব ভয় ও আতঙ্ক নিজেদের মধ্যে রেখে দিয়েছে, তাদের পরিস্থিতি হয়তো আরও খারাপ,' বলেন এ মনোরোগ বিশেষজ্ঞ।