বাইডেনের পর এবার ইসরায়েল সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চলমান অস্থিরতার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার ইসরায়েল সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
অন্যান্য আঞ্চলিক রাজধানী ভ্রমণের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রাষ্ট্রপতি আইজ্যাক হার্জগের সঙ্গে আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে বৈঠক করবেন তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৭ অক্টোবর হামাসের হামলার পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু ও হার্জগের প্রতি সমবেদনা জানিয়ে ইসরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
সুনাক বলেন, "প্রতিটি বেসামরিক মৃত্যুই দুঃখজনক। এবং হামাসের ভয়ঙ্কর হামলায় অনেক প্রাণহানি হয়েছে।"
এর আগে, বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েল সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সফরের অংশ হিসেবে জর্ডানে আরব নেতাদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা থাকলেও মঙ্গলবার গাজায় আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলাকে কেন্দ্র করে সেই বৈঠক বাতিল করে জর্ডান।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার পর থেকে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩,৫০০ মানুষ নিহত হয়েছেন; অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১,৪০০।