গাজায় নিহতের সংখ্যা ২২০০ ছাড়ালো, ২৪ ঘণ্টায় নিহত ৩২৪ জন

গাজায় ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত ২,২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭২৪ জন শিশুসহ অন্তত ২,২১৫ ফিলিস্তিনি নিহত এবং ৮,৭১৪ জন আহত হয়েছে।
এর আগে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩২৪ ফিলিস্তিনি নিহত এবং আরও এক হাজার আহত হয়েছে।
তারা আরও জানায়, নিহতদের ৬৬ শতাংশ শিশু ও নারী।
এদিকে, আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, গতকাল ইসরায়েলের সতর্কবার্তা জারির পর হাজারও ফিলিস্তিনি বেসামরিক নাগরিক গাজার উত্তরাঞ্চল থেকে পালিয়ে গেছেন।
শুক্রবার গাজা শহরের ১০ লাখের বেশি বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে সরে যেতে বলে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার সীমান্তজুড়ে বিপুল সংখ্যক ট্যাংক ও অন্যান্য ভারী যুদ্ধাস্ত্র সমবেত করেছে তারা।
আজ (শনিবার) স্থানীয় সময় সকাল ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টা সময়ের ব্যবধানে দুটি রাস্তা ব্যবহার করে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে আইডিএফ।
এদিকে, গাজার জন্য চিকিৎসাসামগ্রী নিয়ে আসা জাতিসংঘের বিমান মিশরে অবতরণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস এক্স (টুইটার)-এ একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন।
বিমানটি রাফাহ ক্রসিংয়ের কাছে মিশরের এল-আরিশে অবতরণ করেছে।
"সীমানাপথ দিয়ে মানবিক সহায়তার সুযোগ পাওয়ার সাথে সাথেই আমরা এসব সামগ্রী সরবরাহ করতে প্রস্তুত," পোস্টে বলেন তিনি।
গাজায় ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত কমপক্ষে ১,৯০০ ফিলিস্তিনি নিহত এবং ৭,৬৯৬ জন আহত হয়েছে।
ইসরায়েলে নিহতের সংখ্যা ১,৩০০ এবং আহত ২,৮০০।