নীল নদের চেয়ে দীর্ঘ– বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম নদী তৈরি করতে চায় মিশর
এক লাখ ১৪ হাজার কিলোমিটার দীর্ঘ একটি কৃত্রিম নদী তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে মিশর। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬০ বিলিয়ন মিশরীয় পাউন্ড বা ৫.২৫ বিলিয়ন মার্কিন ডলার। বাস্তবায়িত হলে এই নদী বিশ্বের সবচেয়ে দীর্ঘ নীল নদকেও ছাড়িয়ে যাবে। খবর এরাবিয়ান বিজনেস ডটকমের
জাতীয় এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'নিউ ডেলটা' বা 'নতুন বদ্বীপ' । মূল প্রকল্পের আওতায় থাকবে দুটি পৃথক প্রকল্প – 'ইজিপ্টস ফিউচার' এবং 'সাউথ অভ এল দাবা-এক্সিজ'।
প্রকল্পটি কৃষি সেচের আওতা বাড়িয়ে প্রধান প্রধান শস্য চাষ বৃদ্ধি করবে। এতে মিশরের খাদ্য আমদানি ব্যয় কমবে – যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটিকে নাজুক অবস্থার মধ্যে ফেলেছে।
স্থানীয় গণমাধ্যম আশরাক বিজনেস- এর প্রতিবেদন অ্নুসারে, এই প্রকল্পের মাধ্যমে ২২ লাখ একর জমিতে চাষাবাদ করা হবে। নীল নদ অববাহিকায় যেসব কৃষি খামার রয়েছে, সেসব খামারের কৃষিনালার নিঃসৃত পানি এবং ভুগর্ভস্থ পানি থেকে কৃত্রিম নদীতে জল-সরবরাহ করা হবে।
মিশরের প্রধান সমুদ্র ও বিমান বন্দরগুলোর কাছাকাছি হবে এ প্রকল্প। আমদানির বদলে স্থানীয়ভাবে খাদ্য নিরাপত্তা অর্জনের পাশাপাশি এতে কর্মসংস্থানও সৃষ্টি হবে বলে আশা করছে সরকার।
বিশ্বের সর্ববৃহৎ গম আমদানিকারক দেশ মিশর। এই আমদানি কমাতেই দেশজ উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টা। এজন্য প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হলো- মিশরে কৃষি জমি সম্প্রসারণ।
মিশরের স্বৈরশাসক প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি বলেছেন, মিসরের ইতিহাসে সর্ববৃহৎ হবে 'নিউ ডেলটা' প্রকল্প। এটি নতুন রাদ আল ফারাগ দাবা এক্সিস রোডের পাশ জুড়ে নির্মাণ করা হবে।
মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল দেশটির রাষ্ট্রীয় তথ্যপরিবেশক ওয়েবসাইটের তথ্যমতে, 'নাগরিকরা যাতে ন্যায্যমূল্য উচ্চমানের কৃষিপণ্য কিনতে পারে এবং উদ্বৃত্ত ফসল রপ্তানি করা যায় – প্রকল্পের এমন লক্ষ্যমাত্রা রয়েছে। এতে আমদানি কমে, সাশ্রয় হবে নগদ বৈদেশিক মুদ্রা। একইসঙ্গে অর্জিত হবে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা'।
প্রকল্পটি ১০ হাজার প্রত্যক্ষ এবং ৩ লাখ ৬০ হাজার পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে বলেও আশা করা হচ্ছে।
এর আগে চলতি বছরের মার্চে নীল নদের চেয়ে বেশি দৈর্ঘ্যের এক কৃত্রিম নদী তৈরির পরিকল্পনা প্রকাশ করে সৌদি আরব। ১২ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীর গভীরতা হবে ৪ মিটার, আর প্রস্থ হবে ১১ মিটার।
সৌদি আরবের একজন জনপ্রিয় সাংবাদিক আহমাদ আল শুগাইরি জানান, নদীতে পানি সরবরাহের জন্য ক্ষয়রোধী পাইপ ব্যবহার করা হবে। প্রতিটি পাইপের ব্যাস হবে ২.২৫ মিটার।