ডানপন্থীদের কাছে হারলেন ফিনল্যান্ডের সানা মারিন
ফিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে বামপন্থী সানা মারিনকে হারিয়েছেন ডানপন্থী নেতা পেটেরি অর্পো।
রোববার (২ এপ্রিল) ভোটে জিতে ন্যাশনাল কোয়ালিশন পার্টির (এনসিপি) নেতা অর্পো বলেন, "আমরা সবচেয়ে বড় ম্যান্ডেট পেয়েছি। এই ফলাফলের ভিত্তিতে শীঘ্রই এনসিপির উদ্যোগে ফিনল্যান্ডে নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু হবে।" খবর বিবিসির।
এদিকে, ভোট বিবেচনায় তৃতীয় অবস্থানে রয়েছে সানা মারিনের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)। ১৯.৯ শতাংশ ভোট পেয়েছে তারা। আর ২০.১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে জাতীয়তাবাদী ফিন্স পার্টি।
মোটের ওপর কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তাই সরকার গঠনে দলগুলোকে জোট গঠন করতে হবে। সবচেয়ে বেশি ভোট পাওয়ায় এনসিপি'র নেতৃত্বেই গঠিত হবে সেই জোট।
এদিকে, হারার পর বামপন্থী এসডিপি নেতা সানা মারিন প্রতিপক্ষকে অভিবাদন জানিয়ে বলেন, "বিজয়ীদেরকে অভিনন্দন। এনসিপিকে অভিনন্দন। ফিন্স পার্টিকেও অভিনন্দন। দেশে গণতন্ত্রই কথা বলেছে।"
"আমরাও জনসমর্থন পেয়েছি; আসন পেয়েছি। আমাদের জন্যেও এটি ভালো অর্জন," যোগ করেন তিনি।
২০১৯ সালে মাত্র ৩৪ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান হয়ে ফিনল্যান্ডের ক্ষমতায় আসেন সানা মারিন। শক্তহাতে কোভিড মহামারি মোকাবেলা এবং ন্যাটোতে ফিনল্যান্ডের যোগ দেওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখায় দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। চার বছর ধরে পাঁচ দলের সমন্বয়ে গঠিত জোট সরকাররের নেতৃত্বে ছিলেন সানা মারিন, তার জোটের সবকটি দলের নেতৃত্বেই রয়েছেন নারীরা।