রাহুল গান্ধীর শূন্য আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা থেকে বিরত থাকলো ভারতের নির্বাচন কমিশন
ভারতের প্রধান বিরোধী দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী মানহানি মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়ায় লোকসভায় সাংসদ পদ খুইয়েছেন। তিনি কেরালার ওয়েনার লোকসভা আসন থেকে নির্বাচিত সাংসদ ছিলেন। আজ বুধবার (২৯ মার্চ) তার শূন্য আসনে উপ-নির্বাচন ঘোষণার কথা ছিল ভারতের নির্বাচন কমিশনের। কিন্তু, কমিশন সে ঘোষণা দেয়নি। খবর এনডিটিভির
এদিন কর্নাটকে ভোটের তারিখ ঘোষণা করা হয়; একইসঙ্গে পৃথক আরেকটি উপ-নির্বাচনের ঘোষণা আসে জলন্ধরের লোকসভা আসনে। কিন্তু, বহুল প্রত্যাশিত ওয়েনার আসনে উপ-নির্বাচনের তারিখ নিয়ে কিছু জানায়নি কমিশন।
তবে ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিকদের বলেছেন, "ফেব্রুয়ারি পর্যন্ত যতগুলো শূন্য আসন ছিল, আমরা সেগুলো আগে শেষ করেছি। এই আসনটা (ওয়েনার) শূন্য হয়েছে মার্চে। তাছাড়া, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য তাকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। আমরা কোনোরকম তাড়াহুড়ো করতে চাই না।"
এসময় তিনি দেশটির জনপ্রতিনিধিত্ব আইন,১৯৫১- এর বরাত দিয়ে জানান, আইন অনুসারে সংসদীয় আসন শূন্য হওয়ার ছয় মাসের মধ্যে উপ-নির্বাচন করতে হবে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন আজ ওয়েনারে উপ-নির্বাচনের ঘোষণা দেবে এমন আশঙ্কা করে আইনি লড়াই চালানোর প্রস্তুতি নিয়েছিল কংগ্রেস।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, রাহুল গান্ধীর বিরুদ্ধে দেওয়া রায়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ আসলে, তিনি লোকসভার সদস্যপদ ফিরে পাবেন।
"সব মোদি কেন চোর হয়?" - মন্তব্যের জেরেই পার্লামেন্টের সদস্যপদ হারিয়েছেন রাহুল গান্ধী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় কর্নাটকের কোলারে একটি নির্বাচনী সভায় তিনি এ কথা বলেছিলেন। নরেন্দ্র মোদির সঙ্গে অর্থপাচার ও জালিয়াতির জন্য কুখ্যাতি পাওয়া- নীরব মোদি, ললিত মোদিকে বোঝাতে এই মন্তব্য করেছিলেন রাহুল। তবে এতে 'মোদি' পদবির সকলের অপমান হয়েছে বলে অভিযোগ ওঠে। মূল অভিযোগ অবশ্য বিজেপির পক্ষ থেকেই করা হয়।
এনিয়ে মানহানির মামলায় গত বৃহস্পতিবার (২৩ মার্চ) গুজরাটের সুরাট জেলার দায়রা আদালত কংগ্রেসের এ সাংসদকে দোষী সাব্যস্ত করেন। রায়ে রাহুল গান্ধীকে দু'বছরের কারাদণ্ড এবং ১৫ হাজার টাকার জরিমানার সাজা দেন আদালত। রায়ের পরপরই ১০ হাজার রুপির একটি জামিন বন্ড দিয়ে মামলায় জামিনও পেয়েছেন তিনি। রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিন সময় পেয়েছেন ভারতের ওয়ানারের এই এমপি।