ইউক্রেনের 'হত্যা তালিকা'য় আমার নাম আছে: দাবি রজার ওয়াটারসের
ইংলিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের প্রতিষ্ঠাতা রজার ওয়াটারস দাবি করেছেন, তিনি ইউক্রেনের 'হত্যা তালিকা'য় রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলার সময় এমন দাবি করেন রজার।
কিছুদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কাকে যুদ্ধ থামানোর আবেদন জানিয়ে খোলা চিঠি লিখেছিলেন রজার। কিন্তু এখন শিল্পী নিজেই দাবি করছেন, ইউক্রেন তাকে হত্যা করতে চায়!
রোলিং স্টোন'কে দেওয়া সাক্ষাৎকারে ৭৯ বছর বয়সী সঙ্গীতশিল্পী রজার বলেন, "ভুলে যাবেন না যেন, ইউক্রেন সরকারের সরাসরি মদদে তৈরি একটি হত্যা তালিকায় কিন্তু আমার নামও আছে। আমি এই জঘন্য তালিকায় আছি এবং তারা তালিকা ধরে ধরে কয়েকজনকে হত্যাও করেছে... হত্যার পর তারা ছবির ওপর 'লিকুইডেটেড' বা 'হত্যা করা হয়েছে' লিখে রাখে... হ্যাঁ, সেই সব ছবির মধ্যে আমার ছবিও আছে!"
রোলিং স্টোন ম্যাগাজিন বলছে, রজার এমন একটি তালিকার কথা বলছেন যেটি একটি ডানপন্থী ইউক্রেনীয় সংগঠনের তৈরি এবং সেখানে ইউক্রেনের হাজার হাজার শত্রুর নাম রয়েছে।
এদিকে রোলিং স্টোনের বরাত দিয়ে একটি ওয়েবসাইট দাবি করেছে, রজার ওয়াটারসের উল্লিখিত ওই তালিকা কোনো 'হত্যা তালিকা' নয়, বরং 'আইন প্রয়োগকারী ও বিশেষ সেবা সংস্থার জন্য তথ্যের তালিকা'- যদিও এই তালিকা সরানো হয়নি বলে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে ইউক্রেন সরকার।
রজার আরও দাবি করেন, তার বিরুদ্ধে যত রকম সমালোচনা হচ্ছে সেগুলোর বেশিরভাগই ইউক্রেনীয় ওয়েবসাইটগুলো থেকে আসছে- "যখন আমি এসব লেখালেখি পড়ি, যেখানে আমার ব্যাপারে নানা সমালোচনা হচ্ছে- আমি সবসময়ই দেখি এগুলোর উৎস কী। আর আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম এগুলোর বেশিরভাগই ইউক্রেনের নানা ওয়েবসাইট!"
এদিকে গত ২৫ আগস্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লেখা খোলা চিঠিতে প্রশ্ন তুলেছেন- 'আপনি (পুতিন) কি সত্যিই এই যুদ্ধের অবসান চান? আপনার উত্তর যদি হয় 'হ্যাঁ', তাহলে তাৎক্ষণিকভাবে সবকিছু অনেক সহজতর হয়ে যাবে!"
তিনি চিঠিতে আরও লেখেন- "আপনি যদি সবার সামনে এসে বলেন, ক্রিমিয়া, লুহানস্ক, দোনেৎস্ক এর রুশ ভাষাভাষী জনগোষ্ঠীর নিরাপত্তার বাইরে রাশিয়ান ফেডারেশনের আর কোনো আঞ্চলিক স্বার্থ নেই, তাহলেও চলবে।"
সম্প্রতি নিজের ফেয়ারওয়েল ট্যুরের কথা ঘোষণা করেছেন পিংক ফ্লয়েডের সহ-প্রতিষ্ঠাতা। রুশ প্রেসিডেন্টকে ইউক্রেন ও ইউরোপের পশ্চিমাঞ্চলে আশ্বাসের বার্তা জারি করার আহ্বান জানিয়ে রজার বলেন... "তার যেমন সন্তান ও নাতিনাতনি রয়েছে, তেমনই বিশ্বজুড়ে আমার অন্যান্য ভাই-বোনদেরও রয়েছে... এবং আমরা কেউই এর ফলাফল উপভোগ করবো না।"
তিনি পুতিনকে উদ্দেশ্য করে আরও লেখেন- "আমি জানি, যুক্তরাষ্ট্র ও ন্যাটো পান থেকে চুন খসলেই বা কয়েক ব্যারেল তেলের জন্যও অন্য সার্বভৌম রাষ্ট্রকে আক্রমণ করে, কিন্তু তার মানে আপনাকেও একেবারে ইউক্রেন আক্রমণ করে বসতে হবে তা তো নয়? আমি খুবই অবাক হয়েছি এ ধরনের কর্মকান্ডে। এটা খুবই বাজে রকম আগ্রাসন, সেটা কারো উস্কানিতে হোক বা না হোক।"
তবে ভ্লাদিমির পুতিনকে চিঠি লেখার আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কাকে খোলা চিঠি লিখেছিলেন রজার। ওলেনা জেলেনস্কাকে লেখা চিঠিতে তিনি অনুরোধ করেন যেন ফার্স্ট লেডি তার স্বামীকে বুঝিয়ে বলেন, ইউক্রেনের দুটি পূর্বাঞ্চলের বিনিময়ে হলেও যুদ্ধবিরতির মাধ্যমে এই 'হত্যাযজ্ঞ' থামাতে।
বিবিসিতে প্রচারিত জেলেনস্কার 'সানডে উইথ লরা কুয়েন্সবার্গ' সাক্ষাৎকারের দিকে ইঙ্গিত করে রজার ওয়াটারস বলেন, "ইউক্রেনের প্রতি সমর্থন জোরাল হলে তাহলে সংকটও কমে আসবে।"
সূত্র: ইয়াহু নিউজ