চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, নিহত কমপক্ষে ৬৫

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (৫ আগস্ট) স্থানীয় সময় বেলা ১টায় দেশের সিচুয়ান প্রদেশে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের আঘাতে বিচ্ছিন্ন হয়ে গেছে ওই এলাকার টেলিযোগাযোগ লাইন; সেইসঙ্গে পাহাড়ী ভূমিধসেরও সূত্রপাত ঘটেছে।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানায়, ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির কেন্দ্রস্থল লুডিং নামের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের একটি শহর। সিচুয়ানের রাজধানী চেংডু থেকে শহরটি প্রায় ২২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
চীনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিসিটিভি জানিয়েছে, ইয়ান শহরে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং পার্শ্ববর্তী গাঞ্জিতে নিহত হয়েছে কমপক্ষে ২৯ জন।
এর কিছু পরে সিসিটিভি জানায়, ৫০ জন আহত হওয়ার পাশাপাশি আরো ১৬ জন নিখোঁজ রয়েছেন।
ভূমিকম্পের প্রভাবে চেংডু এবং পার্শ্ববর্তী মেগা-সিটি চংকিং-এর ভবনগুলো কেঁপে ওঠে, রাস্তাঘাট ও টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। কোভিড-১৯-এর সরকারি বিধিনিষেধের কারণে এসময় চেংদুর প্রায় ২১ মিলিয়ন মানুষ বাড়িতেই ছিলেন। ফলে হঠাৎ ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
চীনের সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, আক্রান্ত এলাকায় উদ্ধার কাজে ৫০০-এরও বেশি উদ্ধারকর্মীকে পাঠানো হয়েছে। ভূমিধসের কারণে বন্ধ হয়ে যাওয়া রাস্তাঘাট ও এলাকার যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করতে কাজ করছেন তারা।
- সূত্র: বিবিসি