নর্ড স্ট্রিম দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমাতে চলেছে রাশিয়া
সারাই কাজের জন্য ইউরোপীয় ইউনিয়নে আবারও গ্যাস সরবরাহ রাতারাতি কমিয়ে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার বৃহৎ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম।
প্রতিষ্ঠানটি জানিয়েছে নর্ড স্ট্রিম ১ পাইপলাইনে আরেকটি টারবাইন বন্ধ করলে দৈনিক গ্যাস উৎপাদন ২০ শতাংশ কমে যাবে। ফলে গ্যাস সরবরাহের পরিমাণ বর্তমান অবস্থার অর্ধেকে নেমে আসবে।
এদিকে জার্মান সরকার বলেছে গ্যাস সরবরাহ সীমিত করার মূল কারণ এগুলো নয়।
শীতের আগে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জন্য গ্যাস মজুদ কঠিন করে তুলতেই রাশিয়ার এই কারসাজি বলে দাবি করছে তারা।
রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহকারী নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে সপ্তাহখানেক ধরেই ধারণক্ষমতার কম গ্যাস সরবরাহ চলছে। এর আগে চলতি মাসের শুরুতে সারাই কাজের জন্য ১০দিন এই পাইপলাইন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল।
গত বছর রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের ব্যবহৃত গ্যাসের ৪০ শতাংশ সরবরাহ করে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে দাবি ইইউ-র।
এদিকে রাশিয়া গ্যাস সরবরাহ আরও কমিয়ে আনা থেকে শুরু করে পুরোপুরি সরবরাহ বন্ধ করতে পারে, এমন হুমকি দেওয়ার পর আগামী সাত মাসে ইইউ সদস্য রাষ্ট্রগুলোকে গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে।
এমনকি জরুরি অবস্থায় বাধ্যতামূলকভাবেও এই বিধিনিষেধ জারি করা হতে পারে।
তবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ইইউতে রাশিয়ার গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার বিষয়টি একটি 'সম্ভাব্য ঘটনা'।
আজ মঙ্গলবার ইইউ-র জ্বালানি পরিকল্পনা নিয়ে ব্রাসেলসে বৈঠকে বসবেন জ্বালানি মন্ত্রীরা।
তবে সদস্য রাষ্ট্রদের অনেকে জ্বালানি ব্যবহার কমানোর সিদ্ধান্তের বিরোধিতা করবেন বলে ধারণা করা হচ্ছে।
ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে গ্যাসের দাম ঊর্ধ্বমুখী, যা সাধারণ ভোক্তাদেরও প্রভাবিত করছে।
ইউরো বা ডলারের পরিবর্তে রুবেলে মূল্য পরিশোধ করতে ক্রেমলিনের নির্দেশ না মানায় গ্যাজপ্রাম ইতোমধ্যে বুলগেরিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।
- সূত্র: বিবিসি