মারা গেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মারা গেছেন। বৃহস্পতিবার ৭৩ বছর বয়সে নিউইয়র্কের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ এই খবর জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই।
তবে ইভানা ট্রাম্পের মৃত্যুর কারণ জানাননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ৭৬ বছর বয়সী ট্রাম্প তার পোস্টে আরো লেখেন, "সে ছিল একজন চমৎকার, সুন্দর নারী, যে একটা অনুপ্রেরণাদায়ক জীবন যাপন করে গেছে। তার তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও এরিক ছিল তার গর্ব ও আনন্দের কারণ; ঠিক যেমন আমরাও তাকে নিয়ে গর্ব করতাম। তার আত্মার শান্তি কামনা করছি।"
সাবেক চেকোস্লোভাকিয়ায় সমাজতান্ত্রিক শাসনামলে বেড়ে ওঠা ইভানা ট্রাম্প ছিলেন একজন মডেল। এরপর ১৯৭৭ সালে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বিয়ে করেন। সেসময় ট্রাম্প ছিলেন একজন রিয়েল এস্টেট ডেভলপার। এর এক বছর পরেই তাদের বড় ছেলে ডোনাল্ড জুনিয়রের জন্ম হয়। ইভাঙ্কা ট্রাম্পের জন্ম হয় ১৯৮১ সালে এবং এরিকের জন্ম হয় ১৯৮৪ সালে। উল্লেখ্য যে বাল্যকালে ইভানা ট্রাম্প পূর্ব ইউরোপে একজন সুপরিচিত স্কাইয়ার ছিলেন।
মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন এরিকও। তিনি লিখেছেন, "আমাদের মা ছিলেন একজন অসাধারণ নারী, ব্যবসায়ের চালিকাশক্তি, একজন বিশ্বমানের অ্যাথলেট, অত্যন্ত সুন্দরী, একজন মমতাময়ী মা এবং একজন বন্ধু। আমরা সবাই তাকে ভীষণ মিস করবো।"
আশির দশকজুড়ে ডোনাল্ড-ইভানা ট্রাম্প ছিলেন নিউইয়র্কের সবচেয়ে হাই-প্রোফাইল জুটি। তাদের চোখ ধাধানো লাইফস্টাইল, সম্পদ ও ক্ষমতা সবকিছুই লোকের নজর কেড়েছিল। এককথায় তাদেরকে সেলিব্রেটি পাওয়ার কাপল বললেও ভুল হবে না। ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ব্যবসার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ইভানা ট্রাম্প।
কিন্তু অভিনেত্রী মার্লা ম্যাপলস এর সাথে ট্রাম্পের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ পাওয়ার পর দুজনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এরপরেই আসে তাদের সেই বিখ্যাত বিচ্ছেদ। নব্বইয়ের দশকের শুরুতে তাদের বিচ্ছেদ ঘটে এবং ১৯৯৩ সালে ম্যাপলসকে বিয়ে করেন ট্রাম্প। ১৯৯৯ সাল পর্যন্ত তার সাথে সম্পর্ক ছিল ট্রাম্পের, এরপর ২০০৫ সালে তিনি মেলানিয়া ট্রাম্পকে বিয়ে করেন।
তবে এরপরে দমে যাননি ইভানা ট্রাম্প। পোশাক, গয়না ও প্রসাধনী পণ্যের মাধ্যমে একজন সফল ব্যবসায়ী হিসেবে ক্যারিয়ার গড়েছেন তিনি।
সূত্র: এনডিটিভি