ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করল টুইটার

টুইটার কেনা নিয়ে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘন করায় মঙ্গলবার ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে টুইটার ইনকর্পোরেটেড। টুইটারের প্রতিটি শেয়ার বাবদ মাস্ককে ৫৪.২০ ডলার দিয়ে চুক্তি সম্পন্ন করার নির্দেশ প্রদানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ডেলাওয়্যারের একটি আদালতের দ্বারস্থ হয়েছে।
অভিযোগে বলা হয়, "মাস্ক স্পষ্টত বিশ্বাস করেন তিনি ডেলাওয়্যারের আইনানুসারে চুক্তিবদ্ধ অন্যদের থেকে ভিন্ন। সেজন্য তিনি মন বদলাতে, কোম্পানিকে আস্তাকুড়ে ছুড়ে ফেলতে, কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে, অংশীদারদের অবমূল্যায়ন করার পাশাপাশি চলে যেতে স্বাধীন।"
ধারণা করা হচ্ছে ওয়াল স্ট্রিটের ইতিহাসে এটি সবচেয়ে বড় আইনি প্রক্রিয়া হতে চলেছে।
এর আগে গত এপ্রিলেই ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিনে নেওয়ার প্রস্তাব দেন টেসলার কর্ণধার।
এর আগে এপ্রিলের শুরুতেই টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কেনেন মাস্ক। টুইটারের বোর্ডেও তিনি যোগ দেবেন বলে ঘোষণা করা হয়েছিল।
কিন্তু কয়েকদিন পরই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন টেসলা সিইও।
তারপর শেয়ারপিছু ৫৪.২ ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক। তিনি দাবি করেছিলেন, টুইটারে বাকস্বাধীনতার প্রসার ঘটাতে চান এবং সংস্থাকে ব্যক্তিগত মালিকানার আওতায় আনতে চান।
প্রাথমিকভাবে মাস্কের প্রস্তাবে রাজি না থাকলেও পরে টুইটারের শেয়ারহোল্ডারদের স্বার্থে এই চুক্তিতে সম্মত হয় টুইটার।
- সূত্র: রয়টার্স