অর্থ ও স্বাস্থ্যমন্ত্রীর পর ব্রিটেনের আরো দুই মন্ত্রীর পদত্যাগ
যুক্তরাজ্যের স্বাস্থ্য ও অর্থমন্ত্রীর পদত্যাগের পর আজ (৬ জুলাই) দেশটির আরো দুজন ক্যাবিনেট মন্ত্রী বরিস জনসনের সরকার ত্যাগ করলেন।
পদত্যাগকারী শিশু ও পরিবার বিষয়ক মন্ত্রী উইল কুইন্স বলেন, "আমার সামনে পদত্যাগ করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না।" আরেকজন পদত্যাগকারী হলেন জুনিয়র পরিবহন মন্ত্রী লরা ট্রট। সরকারের উপর 'আস্থা' হারানোয় পদত্যাগ করছেন বলে জানান তিনি।
"দুঃখ ও অনুশোচনার সাথে জানাচ্ছি যে, আজ সকালে আমি প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার উত্তরসূরির মঙ্গল কামনা করি আমি," টুইট করেন কুইন্স।
এর আগে মঙ্গলবার, একই দিনে ইস্তফা দিয়েছেন ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ।
তাদের দাবি, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের পর আস্থা হারিয়েছেন।
পদত্যাগের কথা জানিয়ে ঋষি সুনাক একটি টুইট করেন। সেই টুইটের সঙ্গে জুড়ে দেন প্রধানমন্ত্রীকে দেওয়া তার চিঠিও। টুইটে ঋষি লেখেন, "জনগণ আশা করে সরকার সঠিকভাবে, দক্ষতার সঙ্গে এবং গুরুত্ব সহকারে পরিচালিত হবে।"
অন্যদিকে, পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদের দাবি, বিবেকের বিচারে (বরিসের সরকারে) কাজ চালিয়ে যেতে পারবেন না তিনি।
এই দুই মন্ত্রীর পদত্যাগের পর ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হন নাদিম জাহাভি। অন্যদিকে, নতুন স্বাস্থ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্টিভ বার্কলি-কে।
পার্টিগেট কেলেঙ্কারির ধাক্কা সামলে ওঠা ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিসের নিজের দল কনজারভেটিভ পার্টির অন্তত ৫৪ জন এমপি গত মাসে তার বিরুদ্ধে অনাস্থাভোটের ডাক দেন। যদিও সেই ভোটে জিতে যান বরিস।
তবে তার দলের ভেতরেই একাংশ মনে করছিলেন, দেশের মানুষের কাছে আস্থা হারিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরপর ৪ মন্ত্রীর পদত্যাগেও উঠে এসেছে সেই সুর।
- সূত্র- রয়টার্স