যেভাবে বসন্ত উৎসবের দিন হয়ে উঠেছে মে দিবস
১লা সারাবিশ্বে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। যা মে দিবস নামেই বেশি পরিচিত। একসময় ইউরোপের বিভিন্ন দেশে ১লা মে বসন্তের উৎসব পালনের দিন ছিল। গ্রীক ও রোমান সভ্যতায় যার উল্লেখ মেলে। তবে পরবর্তীকালে এই দিনটিই ইতিহাসে বিশেষ স্থান করে নেয় শ্রমজীবী মানুষের আন্দোলনের এক বেদনাবিধুর আর বিজয়গাঁথার দিন হিসেবে। কিন্তু সেটি কিভাবে?