২০৩০ সালের মধ্যে অন্তত ১৩ কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে AI
সময়ের আলোচিত প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। শিক্ষা, গবেষণা, কৃষি ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারে এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। বিশ্বব্যাপী বাড়ছে এই খাতে বিনিয়োগও। আগামী কয়েক বছরের মধ্যে এর পরিমাণ ৩০ লাখ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা বিশ্লেষকদের। তারা মনে করেন, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী অন্তত ১৩ কোটি ৩০ লাখ কর্মসংস্থান তৈরি করবে এআই।