‘বক্স অফিসের কথা মাথায় রেখে সিনেমা বানাই না’: ডাঙ্কির ফলাফলে খুশি হিরানি
প্রথমবার একসঙ্গে বলিউড বাদশাহ শাহরুখ খান ও রাজকুমার হিরানি সিনেমায় কাজ করেছেন। তাই মুক্তির আগে থেকেই 'ডাঙ্কি' নিয়ে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। তবে সিনেমাটি মুক্তির পর সেই উৎসাহ যেন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। কেননা 'পাঠান' ও 'জওয়ান'-এর মতো ব্লকবাস্টার সিনেমার পর 'ডাঙ্কি'র বক্স অফিস যেন তুলনামূলক অনেকটাই ঠাণ্ডা।
সিনেমাটিতে স্বপ্নপূরণের লক্ষ্যে, সুরক্ষিত ভবিষ্যতের আশায় 'ডাঙ্কি রুট' (বেআইনিভাবে) ধরে বিদেশ যাত্রার গল্প উঠে এসেছে। অবৈধ অভিবাসীদের প্রেক্ষাপটে সাজানো এই গল্পে শাহরুখের পাশাপাশি দর্শক দেখেছে তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিকে।
বক্স অফিসে অবশ্য ভালোই ব্যবসা করেছে সিনেমাটি। ভারতে গত শুক্রবার পর্যন্ত সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে ১৬৭.৫২ কোটি রুপির। বৈশ্বিক আয়ের নিরিখে ৩০০ কোটির গণ্ডি পেরিয়েছে ডাঙ্কি। তবে কিং খানের সিনেমা হিসেবে সেটা যেন আহামরি কিছুই নয়।
সিনেমাটির বাণিজ্যিক সাফল্য নিয়ে তাই এবার বড় মন্তব্য করেছেন পরিচালক রাজ কুমার হিরানির। থ্রি ইডিয়টস, পিকে-র মতো ব্লকবাস্টার সিনেমা রয়েছে তার ঝুলিতে।
কিন্তু বাণিজ্যিক সাফল্যকে বড় করে দেখেন না হিরানি। বিখ্যাত এই পরিচালক বলেন, "অবশ্যই বাণিজ্যিক সাফল্য জরুরি। কিন্তু আমি সেটার উপর ফোকাস করি না। কারণ যদি তুমি সেটার উপর জোর দাও তাহলে যে গল্প তুমি বলতে চাইছো সেটার সঙ্গে সুবিচার করতে পারবে না।"
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জু পরিচালক আরও বলেন, "একটা সিনেমা বানাতে আমার ৩-৪ বছর সময় লাগে। এইবার তো ৫ বছর লেগে গেল! আমি ভাগ্যের হাতেই সিনেমার ভবিষ্যত ছেড়ে দিই। কখনও তোমার সিনেমা সবার ভালো লাগবে, কখনও একটা নির্দিষ্ট শ্রেনির দর্শকের।"
২০১৮ সালে মুক্তি পেয়েছিল হিরানির শেষ সিনেমা 'সঞ্জু'। অন্যরকমের গল্প বলতে ওস্তাদ হিরানি। ডাঙ্কি তৈরি করতে গিয়েও অকুতোভয় ছিলেন পরিচালক।
হিরানি বলেন, "এটা ভারতীয় গল্প যা হিন্দি সিনেমায় আগে কখনও বলা হয়নি। আমি ডাঙ্কি নিয়ে যে প্রতিক্রিয়া পাচ্ছি তাতে সন্তুষ্ট। কখনও বাঁধভাঙা সাফল্য আসবে, কখনও একটু অন্যরকম। এটা সফল সিনেমা, দর্শক ছবিটা দেখতে যাচ্ছে এবং তাদের ভালো লাগছে। বক্স অফিস নম্বর নিয়ে ওতো মাথাব্যাথার কারণ নেই।'
নম্বর-গেম নিয়ে খানিকটা চাপমুক্ত হলেও দর্শকদের প্রত্যাশার পারদের জেরে খানিক ভয়ে সিঁটিয়ে থাকেন রাজকুমার হিরানি। পরিচালকের কথায়, "লোকজন ভাবে আগে যেমনটা বানিয়েছিল, এবারও তেমন কিছু দেখব। আমি সবসময় অন্য জনরার সিনেমা বানানোর চেষ্টা করি। আলাদারকম কিছু।"
সিনেমা তৈরির জন্য একদম আলাদা একটা বিষয়ভাবনা খুঁজে পাওয়াটাই সবচেয়ে চ্যালেঞ্জিং হিরানির কাছে। পাঞ্জাবের একাধিক বাড়ির মাথায় উড়োজাহাজের প্রতিকৃতি দেখেই ডাঙ্কি বিষয়ভাবনা মাথায় এসেছিল পরিচালকের। এর আগে ফ্যানেদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে শাহরুখ খানও জানান, ডাঙ্কির সাফল্য তিনি সন্তুষ্ট।