৩১ বছর ধরে বলিউডে টিকে থাকার রহস্য কী? ভক্তের প্রশ্নের জবাব দিলেন শাহরুখ!
গত ২৫ জুন অভিনয় জগতে ৩১ বছর পূর্ণ করে ফেললেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। আর এই বিশেষ দিনেই অভিনেতা ঠিক করেন তিনি ভক্তদের সঙ্গে একটা ইন্টারঅ্যাকটিভ সেশন করবেন। এর জন্য তিনি বেছে নেন আস্ক এসআরকে সেশনকে, যা মাঝেমধ্যেই তিনি টুইটারে করে থাকেন। ভক্তরা অভিনেতাকে নানা বিষয়ে প্রশ্ন করেন, তিনি তার মধ্যে থেকে বেছে কিছু প্রশ্নের উত্তর দেন।
এদিন তেমনই একাধিক ভক্ত নানা ধরনের প্রশ্ন করেছিলেন 'পাঠান' তারকাকে। এর মধ্যেই একটি প্রশ্নে বিশেষভাবে নজর আটকেছে কিং খানের। তাই তিনি জবাবও দিয়েছেন সেই ব্যক্তিকে।
বৈদেহী ওয়ারকার নামের ওই ব্যক্তি লেখেন, 'এমন কি জিনিস আছে যা আপনি অভিনেতা হিসেবে গত ৩১ বছর ধরে নিয়মিত অনুসরণ করে আসছেন? সেটা হতে পারে কোনো প্রক্রিয়া, কোনো প্রথা বা নীতি বা অন্য কিছু।'
ভক্তের এ হেন প্রশ্নে শাহরুখ এক অজানা তথ্য ফাঁস করলেন। জানালেন গত ৩১ বছর ধরে তিনি যেসব চরিত্রে অভিনয় করেছেন, সেটা পাওয়ার পরপরই তার একটা প্রাক-কথন লিখে ফেলেন। একই সঙ্গে সেই চরিত্রের একটা মতাদর্শ তৈরি করেন। কিং খানের ভাষ্যে, 'আমি কখনো কখনো সেটা আমার পরিচালকের সঙ্গে শেয়ার করি, আবার কখনো নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখি। এটা কখনো একটা কবিতা, আবার কখনো আস্ত একটা গল্পও হয়ে যায়।'
'ডিডিএলজে' অভিনেতার এই উত্তরে মুগ্ধ হয়ে যান তাঁর ভক্তরা। গত ৩১ বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে বহু ব্লকব্লাস্টার হিট চলচ্চিত্র উপহার দিয়ে এসেছেন শাহরুখ। কিছু ছবি ফ্লপ করলেও তাঁর জনপ্রিয়তা বলুন কিংবা তাঁকে নিয়ে ভক্তদের উন্মাদনা কিছুই কমেনি।
১৯৯২ সালে 'দিওয়ানা' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল শাহরুখের। এরপর একে একে 'কুচ কুচ হোতা হ্যায়', 'কাভি খুশি কাভি গাম', 'স্বদেশ,' 'চাক দে ইন্ডিয়া', 'করণ অর্জুন', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ইত্যাদি ছবি উপহার দিয়েছেন। তাঁর সদ্য মুক্তি পাওয়া 'পাঠান' তো বক্স অফিসে ঝড় বইয়ে দিয়েছিল।
আগামীতে শাহরুখের 'জওয়ান' ছবিটি মুক্তি পেতে চলেছে। সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে এটি। এরপর তাঁকে তাপসী পান্নুর সঙ্গে 'ডাঙ্কি' ছবিতেও দেখা যাবে।