কবে আসবে ব্রহ্মাস্ত্র ২ ও ৩? ভক্তদের জানালেন অয়ন মুখার্জি
২০২২ সালে মুক্তি পেয়েছিল 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'। প্রায় পাঁচ বছর সময় লাগিয়ে সেই সিনেমা নির্মাণ করেছিলেন পরিচালক অয়ন মুখার্জি। গত বছর বলিউডের সবচেয়ে বেশি উপার্জিত ছবিও ছিল আলিয়া-রণবীর অভিনীত এই সিনেমা। তবে ব্রহ্মাস্ত্র যে ট্রিলজি হিসেবেই নির্মাণ করবেন তা আগেই জানিয়ে দিয়েছিলেন পরিচালক। অয়নের প্রথম ছবিটি অনেক দর্শকই পছন্দ করেছেন, তাই পার্ট ২ ও ৩ দেখার জন্য উদগ্রীব দর্শকরা।
অবশেষে ব্রহ্মাস্ত্র পার্ট ২ ও ৩ কবে আসবে সেই আপডেট শেয়ার করলেন অয়ন মুখার্জি। ইনস্টাগ্রামে লম্বা এক বিবৃতি দিয়ে ভক্তদের নতুন সব তথ্য জানিয়েছেন তিনি।'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' পরিচালক জানিয়েছেন, পার্ট ২ আর থ্রি-র শ্যুট করা হবে একসঙ্গে।
অয়ন লিখেছেন, 'সময় এসেছে ব্রহ্মাস্ত্র ট্রিলজি, অস্ত্রভার্স, আমার জীবন নিয়ে কিছু আপডেট শেয়ার করার। পার্ট ওয়ান থেকে এত এত ভালোবাসা পাওয়ার পর এখন সময় পার্ট টু আর থ্রি-র দিকে মন দেওয়ার। যা আগের পার্ট থেকেও বিশাল হবে। ব্রহ্মাস্ত্র ২ আর ৩-র চিত্রনাট্য শোধরানোর জন্য আমার আরও কিছুটা সময় দরকার। আর আমরা ঠিক করেছি এই দুটো ছবি একসঙ্গে বানাব। যাতে দুটোই পরপর মুক্তি পেতে পারে।'
আলাদা আরেকটি পোস্টে অয়ন জানিয়েছেন, 'ব্রহ্মাস্ত্র পার্ট ২: দেব' মুক্তি পাবে ২০২৬ সালের ডিসেম্বরে এবং 'ব্রহ্মাস্ত্র পার্ট থ্রি' মুক্তি পাবে ২০২৭ সালের ডিসেম্বরে।
এই তরুণ পরিচালক নিজের বক্তব্যে আরও জানান, 'আমার কাছে শেয়ার করার মতো আরও একটি খবর রয়েছে। এই মহাবিশ্ব আমার সামনে আরও একটা সুন্দর সুযোগ এনে দিয়েছে। একটি খুব বিশেষ সিনেমা… যা পরিচালনা করার সুযোগ আমার কাছে এসেছে। এমন একটি চ্যালেঞ্জ যার জন্য আমি খুবই উত্তেজিত। যেখান থেকে আমি শিখব… অনুপ্রাণিত হব… আমার আরও উন্নতি হবে। তাই আমি এটা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।'
অয়ন নিজের বক্তব্যে কোনো সিনেমার নাম না নিলেও তরণ আদর্শ তার টুইটে জানিয়েছেন, 'ওয়ার ২' পরিচালনা করতে যাচ্ছেন অয়ন, যেখানে মুখ্য চরিত্রে থাকবেন হৃতিক রোশান।