আসছে ‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর একাধিক নতুন সিনেমা!
জে আর আর টলকিনের উপন্যাস অবলম্বনে 'দ্য লর্ড অব দ্য রিংস'-এর একাধিক নতুন সিনেমা আসতে যাচ্ছে আগামী বছরগুলোতে। সম্প্রতি আমেরিকান ফিল্ম প্রোডাকশন কোম্পানি ওয়ার্নার ব্রোস স্টুডিও এ ঘোষণা দিয়েছে বলে খবর বিবিসির। ওয়ার্নার ব্রোস স্টুডিওর প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড জাসলভের এ ঘোষণার পরেই নড়েচড়ে বসেছেন 'দ্য লর্ড অব দ্য রিংস'প্রেমীরা।
স্যার ইয়ান ম্যাককেলেন, এলিজাহ উড ও অরল্যান্ডো ব্লুম অভিনীত 'দ্য লর্ড অব দ্য রিংস' সিরিজের সিনেমাগুলো বিশ্বব্যাপী প্রায় ৩ বিলিয়ন ডলার আয় করেছিল। এর পাশাপাশি একাধিক অস্কারও জিতেছে ছবিগুলো। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এ ট্রিলজির সর্বশেষ সিনেমা 'লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিং' সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের খেতাবসহ ১১টি অস্কার পুরস্কার জিতেছে।
এদিকে গত বছর আমাজনে টিভি সিরিজ 'লর্ড অব দ্য রিংস: রিংস অব পাওয়ার' সম্প্রচার হওয়ায় এ ফ্র্যাঞ্চাইজির ভক্তরা ভিন্ন রূপে লর্ড অব দ্য রিংস দেখার স্বাদ পেয়েছেন।
সুইডিশ গেমিং কোম্পানি এমব্রেসার গ্রুপ গত বছর 'দ্য লর্ড অব দ্য রিংস' এবং 'দ্য হবিট'সহ টলকিনের অন্যান্য সাহিত্যকর্মের স্বত্ব কিনে নিয়েছে। ফলে জে আর আর টলকিনের এ বইগুলো অবলম্বনে যেকোনো সিনেমা,গেম নির্মিত হলে বা যেকোনো মার্চেন্ডাইজ চুক্তি হলে তা থেকে আয় করবে এই কোম্পানি।
ধারণা করা হচ্ছে, 'দ্য লর্ড অব দ্য রিংস' সিরিজের নতুন সিনেমাগুলোতে পুরনো সিনেমার প্রেক্ষাপট নিয়ে আসার পরিবর্তে টলকিনের বই থেকে আরও নতুন নতুন কন্টেন্ট নেওয়া হবে।