আসছে ‘হেরা ফেরি ৩’, আবারও দেখা মিলবে অক্ষয়-পরেশ-সুনীল ত্রয়ীর!
২০০০ সালে মুক্তি পেয়েছিল পরেশ রাওয়াল, অক্ষয় কুমার ও সুনীল শেঠী অভিনীত বলিউড সিনেমা 'হেরা ফেরি'। মুক্তির পর দারুণ ব্যবসাসফল হয় এই ছবি। এরপর ২০০৬ সালে 'ফির হেরা ফেরি' সিক্যুয়েল দিয়ে প্রত্যাবর্তন ঘটে অক্ষয় কুমার, সুনীল শেঠী ও পরেশ রাওয়াল ত্রয়ীর। কমেডি ঘরানার এই ছবিতে হাসতে হাসতে পেটে ব্যথা হবার জোগাড় হয়েছিল দর্শকদের! এরপরে দীর্ঘ ১৭ বছর ধরে 'হেরা ফেরি' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির অপেক্ষায় দর্শক।
অবশেষে এল নতুন খবর। শোনা যাচ্ছে, শুধু 'হেরা ফেরি ৩' নয়, আরও আরও দু'টি ছবির সিক্যুয়েলে একসঙ্গে ফিরছেন এই ত্রয়ী। 'ওয়েলকাম ৩' এবং 'আওয়ারা পাগল দিওয়ানা ২' ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে অক্ষয়-সুনীল-পরেশকে। 'হেরা ফেরি', 'ওয়েলকাম', 'আওয়ারা পাগলা দিওয়ানা'- তিনটি ফ্র্যাঞ্চাইজিরই প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। তাই এ বিষয়টি জল্পনা এখন তুঙ্গে।
ইটাইমসের এক রিপোর্ট অনুযায়ী অক্ষয়, সুনীল এবং পরেশ সম্প্রতি মুম্বাইয়ে একটি বিশেষ প্রচারের জন্য শ্যুট করেছেন। প্রোমোটি শীঘ্রই প্রকাশিত হবে, পাশাপাশি একাধিক সিনেমাতে একসঙ্গে থাকার কথা ঘোষণা করবেন তাঁরা।
প্রোমো শ্যুটের প্রযোজনার সাথে সংশ্লিষ্ট একটি সূত্র প্রকাশ করেছে, 'শুধু হেরা ফেরি সিক্যুয়েল নয়, আওয়ারা পাগলা দিওয়ানা এবং ওয়েলকাম-এর সিক্যুয়েলের জন্যও অক্ষয়, সুনীল এবং পরেশ একসঙ্গে আসছেন। অ্যাসোসিয়েশনের তিনটি ছবি জন্য প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছেন৷ কাজ চলছে, কিন্তু এই তিন হিট অভিনেতার একসঙ্গে আসা চূড়ান্ত'। যদিও এখন পর্যন্ত সবটাই শোনা খবর, কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি প্রযোজকদের পক্ষ থেকে।
এদিকে 'হেরা ফেরি ৩' ছবির জন্য প্রথমে শোনা যাচ্ছিল কার্তিক আরিয়ানের নাম। কিন্তু অক্ষয়ের জায়গায় কার্তিককে দেখতে নারাজ অনুরাগীরা। তাদের দাবি মেনে অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ীকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিচ্ছেন ছবির নির্মাতারা।
বাবু ভাইয়া, রাজু আর ঘনশ্যাম- এই আইকনিক ত্রয়ীকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। যদিও ছবি থেকে অক্ষয়ের সরে দাঁড়ানোর খবর মাঝে চাউর হয়েছিল। অক্ষয় কেন এই ছবি থেকে দাঁড়ালেন? সে প্রসঙ্গে '২০তম হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট'-এ মুখ খুলেছেন নায়ক।
অক্ষয়ের ভাষ্যে, "এত দিন ধরে 'হেরা ফেরি ৩' হয়নি বলে আমার দুঃখ ছিল। আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম ছবিটি করার। তৃতীয় পর্বের জন্য সকলেই অপেক্ষায় ছিলেন। কিন্তু পরিস্থিতিই এমন, যখন আমাদের সব কিছুই নতুন করে ভাবতে হবে।"