জ্যাকলিনের পর নোরা! ২০০ কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কিত আর্থিক কেলেঙ্কারির মামলায় আজ (বৃহস্পতিবার) ভারতের দিল্লি পুলিশের ইকোনমিক উইং এর জেরার মুখে নোরা ফাতেহি। বুধবারই এই মামলায় জ্যাকলিনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারীরা। জ্যাকলিনের পাশাপাশি জেরা করা হয় পিঙ্কি ইরানিকেও। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের আলাপ করিয়েছিলেন এই পিঙ্কি।
দিল্লিতে পিঙ্কি ইরানিকেও জেরা করছে তদন্তকারীরা। জ্যাকলিনের পর নোরার মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে নোরাকে। কনম্যান সুকেশের কাছ থেকে কোন কোন উপহার পেয়েছেন নোরা? সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য ফের জানতে চাইবেন কর্মকর্তারা। এর আগে ২রা সেপ্টেম্বর নোরা ফাতেহি-কে এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল দিল্লি পুলিশ। তার পুরোনো বয়ানের সঙ্গে আজকের বয়ান মিলিয়ে দেখা হবে।
দিল্লি পুলিশের এক সিনিয়ার কর্মকর্তা জানান, 'নোরাকে আগেই জেরা করা হয়েছে, তবে বেশ কিছু প্রশ্নের সদুত্তর এখনও মেলেনি। সে নিয়েই ফের প্রশ্ন করা হবে তাকে'। তিনি যোগ করেন, 'ইরানির বক্তব্যেও বেশ কিছু অসঙ্গতি রয়েছে, তাই নোরা ফাতেহি এবং তাকে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করাটা জরুরি'।
'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট'-এর আওতায় ইডি কর্মকর্তাদের সামনে আগেই বয়ান নথিভুক্ত করেছেন নোরা, তবুও বিতর্ক পিছু ছাড়েনি তার। উল্লেখ্য, গত মাসেই এই আর্থিক কেলেঙ্কারিকে জ্যাকলিনকে অভিযুক্ত হিসাবে পেশ করেছে ইডি।
দিল্লি হাইকোর্টে পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট স্পষ্ট জানিয়েছে জেলবন্দি জালিয়াত সুকেশ চন্দ্রশেখরের থেকে লাভবান হয়েছেন জ্যাকলিন। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের অতীতের কথা জেনেও কেবলমাত্র টাকার লোভে তার সঙ্গে ঘনিষ্ঠ হন জ্যাকলিন, দাবি ইডির। এমনকি ওয়েব সিরিজের লেখকের পারিশ্রমিক পর্যন্ত সুকেশের কাছ থেকে আদায় করেছিলেন নায়িকা। অন্যদিকে ইডিকে অভিনেত্রী জানিয়েছেন, কনম্যান সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে বলিউডের অনেক তারকাই উপহার নিয়েছে, তাহলে তার দিকে আঙুল উঠছে কেন? পরোক্ষভাবে নোরার দিকেই ইঙ্গিত করেন জ্যাকলিন। যদিও এখনও নোরা ফাতেহি-কে এই মামলায় অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেনি তদন্তকারীরা।
সরকারি কর্মকর্তা সেজে একাধিক ব্যক্তির থেকে টাকা হাতিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন সুকেশ এবং তার স্ত্রী লীনা মারিয়া পল। গ্রেপ্তারির পর সুকেশের সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজের ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসে। তদন্তকারীদের সুকেশ জানায়, অভিনেত্রীকে ৫.৭১ কোটির উপহার দিয়েছে সুকেশ চন্দ্রশেখর। অভিনেত্রীর পরিবারের লোকজনকেও কোটি কোটি টাকা দিয়েছে সে। জ্যাকলিনের সঙ্গে সম্পর্কে থাকার কথা নিজের মুখেই ইডিকে জানিয়েছে সুকেশ। যদিও নায়িকা সেকথা অস্বীকার করেছেন, তবে দুজনের ফাঁস হওয়া ঘনিষ্ঠ ছবি সুকেশের দাবিকেই সত্যি প্রমাণ করছে।
জালিয়াতির এই মামলায় ইতিমধ্যেই ঘোর বিপাকে জ্যাকলিন, এবার বিপদ বাড়ছে নোরা ফাতেহিরও। তবে এই নিয়ে এখনও কোনরকম বিবৃতি দেননি নোরা।