প্রেমিকের সঙ্গে আরও গান বাঁধার ভাবনা অ্যাভ্রিলের
আমেরিকান গায়ক মড সানের সঙ্গে আরও বেশি গান বাঁধার কথা ভাবছেন কানাডিয়ান পপ তারকা ও অভিনেত্রী অ্যাভ্রিল লেভিন।
বাস্তবজীবনের এই প্রেমিক-জুটির প্রথম গান 'ফ্লেমস' বেশ জনপ্রিয়তা পাওয়ার পর অ্যাভ্রিল জানালেন, এটি ছিল তাদের 'অনেকগুলো গানের শুধুই প্রথমটি!'
সম্প্রতি এই জুটি 'ফ্লেমস' গানের নতুন একটি ভিডিও প্রকাশ করেছে। এ প্রসঙ্গে 'পিপল' ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাভ্রিল বলেন, গানটি তার কাছে 'বিশেষ' কিছু। কেননা, এ গানের রেশ ধরেই সানের সঙ্গে আরও বেশ কিছু গান তিনি বাঁধতে চলেছেন।
প্রেমিক সান প্রসঙ্গে তিনি বলেন, "সে একজন দুর্দান্ত শিল্পী ও প্রডিউসার। 'ফ্লেমস' বানাতে পেতে আমরা গর্বিত।"
'গানটির অ্যাকুস্টিক ভার্সনটি খুব প্রিয় আমার। এটি গানটিকে আরেকটি মাত্রায় নিয়ে গেছে,' যোগ করেন উচ্ছ্বসিত অ্যাভ্রিল।
-
সূত্র: কাভার মিডিয়া