বিএম ডিপো অগ্নিকাণ্ড: সেই নুরুল কাদের মারা গেছেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 June, 2022, 04:15 pm
Last modified: 12 June, 2022, 07:04 pm
বিস্ফোরণের পর কাদেরের বেঁচে ফেরার সম্ভাবনা এক শতাংশ বা তারও কম বলে জানিয়েছিলো চিকিৎসকরা।

সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে গুরুতর আহত নুরুল কাদের আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ মারা গেছেন। 

আজ রোববার (১২ জুন) দুপুরে পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই রুহুল কাদের।

বাঁশখালির নুরুল কাদের (২৫) বিএম কনটেইনার ডিপোতে মেকানিক্যাল বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি উপজেলার চেঁচুড়িয়া গ্রামে।

বিস্ফোরণের পর কাদেরের বেঁচে ফেরার সম্ভাবনা এক শতাংশ বা তারও কম বলে জানিয়েছিলো চিকিৎসকরা। বিস্ফোরণে তার দুই চোখ  ও লিভার নষ্ট হয়ে গিয়েছিলো। মস্তিষ্কে হেমারেইজ হয়েছিলো। প্রাণ বলতে ছিলো শুধু নিশ্বাষ। 

এর আগে, আজ ভোরে ডিপোতে বিস্ফোরণে আহত ফায়ারফাইটার গাউসুল আজম মারা যান। রোববার ভোরে  ঢাকার  শেখ হাসিনা জাতীয় বার্ন ট্রিটমেন্ট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ এ।

আরও পড়ুন: Ctg depot fire: Sister waits at ICU gate as brother fights for life

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.