ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে
রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত 'শান্তি ও উন্নয়ন সমাবেশ'কে কেন্দ্র করে ঢাকার উপকন্ঠ সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে তৈরি হওয়া যানজট সমাবেশ শেষের সাথে সাথে কমতে শুরু করেছে।
সন্ধ্যা ৬টা নাগাদ এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের ঢাকামুখি লেনে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।
সন্ধ্যা ৬টায় ঢাকা জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) হোসাইন শহীদ চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, মহাসড়কের ঢাকামুখি লেনের আমিনবাজার এলাকায় এখনো যানবাহনের চাপ কিছুটা রয়েছে, তবে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে, কিছু সময়ের মধ্যে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে আসবে।
এর আগে সমাবেশকে কেন্দ্র করে বিকেল ৩টা থেকে ঢাকার উপকন্ঠ সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখি লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে তীব্র ভোগান্তিতে পড়তে হয় মহাসড়ক চলাচলরত যাত্রীদের।
বিকাল ৫ টা পর্যন্ত এই জ্যাম ৬ কিলোমিটার দীর্ঘ হয়ে সাভারের বলিয়ারপুর এলাকা পর্যন্ত পৌছায়।
এসময় দীর্ঘক্ষণ সড়কে জ্যামে আটকে থাকার পর ঢাকামুখি বহু যাত্রীকে পায়ে হেটে গন্তব্যে পৌছানোর চেষ্টা করতে দেখা গেছে।