ভ্লগারকে হয়রানি: ২০০ টাকা জরিমানা দিয়ে মুক্তি পেলেন কালু মিয়া
অস্ট্রেলীয় ট্রাভেল ব্লগার লুক ডামান্টকে ঢাকায় তার ভ্রমণের সময় হয়রানি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া কালু মিয়া (৬০) ২০০ টাকা জরিমানা দেওয়ার ছাড়া পেয়েছেন।
এর আগে ডামান্ট তাকে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ জানান। তিনি কালুকে ক্ষমা করে দিয়ে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার অনুরোধ করেন।
ঢাকার একটি আদালত কালু মিয়াকে মুক্তি দিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের ডেপুটি কমিশনার আনিসুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তেজগাঁও থানা পুলিশ ও হাতিরঝিল থানার একটি দল মিলে ডিএমপি অধ্যাদেশের ১০০ ধারায় মো. কালু মিয়াকে আটক করে। একই অধ্যাদেশের ৭৭ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
অধ্যাদেশের ১০০ ধারা অনুযায়ী, কেউ শাস্তিযোগ্য অপরাধ করলে তাকে কোনো পরোয়ানা ছাড়াই সাময়িকভাবে গ্রেপ্তার করার ক্ষমতা রাখে পুলিশ। পাশাপাশি ৭৭ ধারা অনুযায়ী, কেউ যদি রাস্তায় বা উন্মুক্ত স্থানে কাউকে ইচ্ছা করে হয়রানি, প্রতারণা, বা বাধা দেয় তাহলে সেগুলোও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়। এসব অপরাধীকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা যায়।
রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে কারওয়ান বাজার ক্রসিংয়ের কাছ থেকে কালুকে আটক করে পুলিশ; আটকের পর তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন। পরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা।
তিনি বলেন, 'কালু মিয়া কারওয়ান বাজার সংলগ্ন হাতিরঝিল মোড়ে হোটেলের কাছে বিদেশিদের টার্গেট করে তাদের কাছে টাকা চাইত।'
লুক ডামান্ট লিখেছিলেন, 'আমি মো. কালুর ক্ষমা প্রার্থনার ভিডিও দেখেছি এবং আমি সেটি গ্রহণ করছি। আমি তাকে তার কৃতকর্মের জন্য ক্ষমা করছি এবং চাইছি তাকে যেন অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়। আমি চাইনা তার কোনো ভোগান্তি হোক। আমি বিশ্বাস করি তাকে আরেকবার সৎভাবে জীবনযাপনের সুযোগ দেওয়া উচিত।'
সপ্তাহখানেক আগে, অস্ট্রেলীয় নাগরিক এবং ট্রাভেল ব্লগার লুক ডামান্ট তার ইউটিউব চ্যানেলে 'অ্যাভয়েড দিস ম্যান ইন বাংলাদেশ (বাংলাদেশে এই ব্যক্তিকে এড়িয়ে চলুন)' শিরোনামে একটি ভিডিও আপলোড করেছিলেন। ভিডিওতে দেখা যায়, কারওয়ান বাজার এলাকায় শ্যুট করার সময় এক বয়স্ক ব্যক্তি লুককে বিরক্ত করছেন।
দেখা যায়, কালু ডামান্টের কাছে টাকা চাচ্ছেন। ডামান্ট তাকে ২০-৩০ টাকা ধরিয়ে দিলে কালু আরও টাকা দাবি করেন।
কালু জানান, তার স্ত্রী ও সন্তান ক্ষুধার্ত এবং তার ৫০০ টাকার প্রয়োজন।
কঠোর আচরণ করতে না চাইলেও লুক পরে বাধ্য হয়ে কালুকে সেখান থেকে যেতে বলেন।
এমনকি ভিডিওর এক পর্যায়ে কালুকে তাকে অনুসরণও করতে দেখা যায়।
ফেসবুকে ৩.২ মিলিয়ন অনুসারীর লুক এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিলে তা রীতিমতো ভাইরাল হয়।
বিষয়টি ট্যুরিস্ট পুলিশের নজরে এলে তারা তেজগাঁও থানা পুলিশকে জানান।
এরই প্রেক্ষিতে আজ বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ তাদের ফেসবুক পেজে হেনস্তাকারী ব্যক্তিকে গ্রেপ্তারের খবর প্রকাশ করে।
ইউটিউবার লুক ডামান্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পোস্টটিতে কমেন্ট করেন।
তিনি লেখেন, 'দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ। এভাবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় এবং আপনাদের সুন্দর দেশটিতে পর্যটকদের আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিতের জন্য আপনারা সত্যিই প্রশংসার যোগ্য।'