মানিকগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে ২.৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের আড়াই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লিটন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিদের অজ্ঞাতপরিচয় হিসেবে উল্লেখ করে মামলা দায়ের করা হয়।
ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ এখনো গ্রেপ্তার অভিযান চালাচ্ছে বলে জানান মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার।
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে সেওতা এলাকা থেকে বিএনপির কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়।
খালপাড় এলাকায় শহীদ তজু সড়কে যান চলাচল বন্ধ রেখে স্লোগান দেওয়া শুরু করেন তারা। সেখানেই পুলিশের লাঠিচার্জ ও সংঘর্ষের সূত্রপাত হয়।
মামলায় সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, যুবদল নেতা সেলিম মোহাম্মদ, জাতীয়তাবাদী ছাত্রদল নেতা রুবেল মাহমুদ, জেলা বিএনপির সহ-সভাপতি আজাদ হোসেন খান, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য-সম্পাদক তুহিনুর রহমান তুহিন, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক মো. মামলায় আহ্বায়ক রাজীব হাসান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সম্পাদক আওলাদ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি রিয়াজুল ইসলাম সজীব, সাধারণ সম্পাদক নুসরাতুল ইসলাম জ্যাকিসহ অন্যদের আসামি করা হয়েছে।
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সাত পুলিশ সদস্যসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।