চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা সরকারের
পুরান ঢাকার চকবাজারের দেবিদ্বারঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন।
এছাড়াও, অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রম প্রতিমন্ত্রী।
সোমবার (১৫ আগস্ট) পুরান ঢাকার চকবাজারের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্যে, ভবনের নিচতলায় 'বরিশাল হোটেল' নামে একটি রেস্টুরেন্ট ছিল, সেখান থেকেই বেলা বারোটার দিকে আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট তিন ঘন্টার প্রচেষ্টায় ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং আগুনে পুড়ে যাওয়া মরদেহগুলো উদ্ধার করে। নিহত ছয়জনই ছিলেন বরিশাল হোটেলের কর্মচারী।