১৭ মে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল
দেশে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও শিক্ষার্থীদের টিকাদান না করতে পারায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল
পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৭ মে ক্যাম্পাস না খোলার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটি।
দেশে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও শিক্ষার্থীদের টিকাদান না করতে পারায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
তিনি বলেন, "পরিস্থিতি বিবেচনা করে পরে ক্যাম্পাস খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।"