দীর্ঘ ১৮ মাস পর খুললো ঢাবির হল

কোভিড-১৯ এর কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো পুনরায় খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
দেশে সংক্রমণ ও কোভিডজনিত মৃত্যু কমে আসার পর এ সিদ্ধান্ত আসে।
আজ সকাল ৮টায় হল খুলে দেওয়ার পর অনার্স ৪র্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা, যারা কোভিড-১৯ টিকার অন্তত এক ডোজ নিয়েছেন, তারা নিজ নিজ হলে যাওয়া শুরু করেছেন।
স্বাস্থ্যবিধি মেনে ফুল, চকলেট মাস্ক দিয়ে তাদের স্বাগত জানানো হয়।
ভ্যাকসিন সার্টিফিকেট ও বৈধ আইডি কার্ড প্রদর্শনের পর তাদের হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক আবদুল বাছির দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা আশা করছি অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও শিগগিরই হলে উঠতে পারবেন। খুব সম্ভবত আগামী দুই সপ্তাহের মধ্যেই,"
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ আখতারুজ্জামান সকাল ১০টায় বিজয় একাত্তর হল ও সাড়ে ১০টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল পরিদর্শন করেন।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি ও অ্যাকাডেমিক কাউন্সিল উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট মিটিংয়ে পুনরায় হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
দেশে কোভিড-১৯ এর সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরে ২০ মার্চ আবাসিক হলগুলো বন্ধ করে দেওয়া হয়।
সরকার এ বছরের মার্চ ও মে মাসে পুনরায় হল ও বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও কোভিড সংক্রমণ বৃদ্ধির মুখে তা স্থগিত করা হয়।