সীমান্ত এলাকা থেকে লজ্জাবতী বানর উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভারত সীমান্ত এলাকা হোসনাবাদ চা বাগান থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
সোমবার সকালে বানরটি উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সুত্রে জানা যায়, গত শনিবার রাতে হোসনাবাদ এলাকার হেলাল মিয়া নামের এক কৃষকের ঘরের পাশে বানরটি এসে ঘোরাফেরা করতে থাকে। এ সময় একটি কুকুর তাকে তাড়া করলে হেলাল মিয়া ঘর থেকে বেরিয়ে এসে এ বানরটিকে উদ্ধার করেন। পরে গতকাল (রোববার) তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবকে একটি ‘ভাল্লুক এর বাচ্চা’ ধরার কথা জানান। সোমবার সকালে সজল দেব শ্রীমঙ্গল সীমান্ত এলাকার হোসনাবাদ চা-বাগান যান। সেখান থেকে এ লজ্জাবতী বানরটিকে নিয়ে আসেন তিনি।
পরিচালক সজল দেব জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে খাবারের অভাবে লজ্জাবতী বানরটি লোকালয়ে বেরিয়ে আসে। দুইদিন না খাওয়াতে বানরটি দুর্বল হয়ে আছে। সুস্থ হলেই অবমুক্ত করা হবে তাকে।