ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি
যুবলীগের আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমনকে সংগঠনটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
তিনি বলেন, জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করায় ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সময় টিভির একটি প্রতিবেদনে বলা হয়, শরীয়তপুরের পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোক দিবসের কর্মসূচিতে জয় বাংলা ও দলীয় শ্লোগান দিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছেন।
বিষয়টি নিয়ে গত শুক্রবার (৬ আগস্ট) ব্যারিস্টার সুমন ফেসবুকে তার পেজে তীব্র সমালোচনা করেন। যা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। ফলশ্রতিতে তাকে সংগঠন থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
লাইভে ব্যারিস্টার সুমন বলেন, 'শেখ কামাল সাহেবের জন্মদিনে শরীয়তপুরের পালং থানার ওসি আক্তার হোসেনের আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই জিনিসটা দেখার পর আমার কাছে মনে হয়েছে দু-একটা কথা বলা দরকার। আওয়ামী লীগের স্লোগান দেওয়ার মানুষ কী এতই কম যে একজন ওসি সাহেবের এই স্লোগান দিতে হবে। আমি খেয়াল করে দেখলাম যে উনি বলছেন আবেগ থেকেই স্লোগান দিয়েছেন।'
হবিগঞ্জের চুনারুঘাটের ছেলে সায়েদুল হক সুমন। ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করার পর ২০০৯ সালে যুক্তরাজ্যের লন্ডনে চলে যান। সেখানে সিটি ইউনিভার্সিটি থেকে বার অ্যাট ল' করেন তিনি। বিভিন্ন বিষয় নিয়ে 'ফেসবুক লাইভের' মাধ্যমে সুপ্রিম কোর্টের এ আইনজীবী ব্যাপক পরিচিতি পান।