বেতন বাড়ল সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের
বেতন বেড়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। জাতীয় বেতন কাঠামোতে তাদের ১৩তম গ্রেডে উন্নীত করা হয়েছে।
রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা চতুর্দশ (১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা) ও প্রশিক্ষণহীন শিক্ষকরা পঞ্চদশ গ্রেডে (৯ হাজার ৭০০ টাকা থেকে ২৩ হাজার ৪৯০ টাকা) বেতন পেতেন।
নতুন আদেশ অনুযায়ী, প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণহীন শিক্ষকদের বেতন ত্রয়োদশ গ্রেড (১১ হাজার টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকা) থেকে শুরু হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের বেতন আগের গ্রেডগুলোতেই থাকছে। তাদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা একাদশ গ্রেডে বেতন পাবেন। অন্যদিকে প্রশিক্ষণহীন শিক্ষকরা বেতন পাবেন দ্বাদশ গ্রেডে।